নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ১১তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী-২০২৩। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উদ্বোধনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই প্রদর্শনীর শুরু হয়। যা চলবে শনিবার (৪ ফেব্রুয়ারি) পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও উন্নত করতে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ও লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেড। প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, ভারত, ইতালি, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, কানাডা, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার চার শতাধিক কোম্পানি তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছেন। এসব কোম্পানির স্টলে রাইস মিল, ফিড মিল, ওয়েল মিল, ফ্লাওয়ার মিল মেশিনারিজ, ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং অ্যান্ড প্যাকিং, এগ্রি মেশিনারি, পাওয়ার টিলার, ড্রায়ার, কুলার, চিলার এবং সাইলো সংক্রান্ত প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, প্রদর্শিত এসব কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি দেশের কৃষক সমাজকে আধুনিকীকরণ এবং যান্ত্রিকীকরণে উৎসাহিত করবে। প্রদর্শনীর মাধ্যমে কৃষি ও কৃষি প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষক, প্রস্তুতকারক, আমদানিকারক প্রতিষ্ঠান, প্রযুক্তি ব্যবহারকারী ও দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ ঘটবে।
পাশাপাশি দেশি-বিদেশি সরবরাহকারী, ব্যবহারকারী, গবেষক এবং প্রস্তুতকারকদের মধ্যে পারস্পরিক তথ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টির হবে। যা দেশের কৃষি প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (ডিজি) খলিল আহমদ। অনুষ্ঠানে ‘বাংলাদেশে টেকসই কৃষি যান্ত্রিকীকরণ: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন অ্যাকাডেমির পরিচালক (প্রশিক্ষণ) ও আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি প্রদর্শনী-২০২৩ এর আহ্বায়ক মো. ফেরদৌস হোসেন খান, লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেডের চেয়ারম্যান কাজী ছারোয়ার উদ্দিন প্রমুখ।