ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

আইসিডিডিআর,বিতে ৮ দিনে চার হাজার ডায়রিয়া রোগী

  • আপডেট সময় : ০১:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ আশপাশের এলাকায় ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ- আইসিডিডিআর,বি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বর্তমানে চারশ’ ছাড়িয়েছে। হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এই হাসপাতালে প্রতি দিন ৩০০-৩৫০ রোগী ভর্তি হন। এটা স্বাভাবিক সংখ্যা। এ কারণে বর্তমান পরিসংখ্যান বলছে— ডায়রিয়ার প্রকোপ এখনও কিছুটা থেকে গেছে।
আইসিডিডিআর,বি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে থেকে ঈদের ছুটিসহ এখনও পর্যন্ত ৩ হাজার ৯৮২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে ৬৩১ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এরপর ২ মে ৫৫৯ জন, ঈদের দিন ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং ৫ মে ৫৪৭ জন, ৬ মে ৪৫৭ জন, ৭ মে ৪৭২ জন এবং ৮ মে দুপুর ২টা পর্যন্ত ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন। তবে ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

আইসিডিডিআর,বিতে ৮ দিনে চার হাজার ডায়রিয়া রোগী

আপডেট সময় : ০১:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ আশপাশের এলাকায় ডায়রিয়া সংক্রমণের হার কিছুটা কমে আসলেও দৈনিক আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ- আইসিডিডিআর,বি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বর্তমানে চারশ’ ছাড়িয়েছে। হাসপাতালটির চিকিৎসকরা বলছেন, এই হাসপাতালে প্রতি দিন ৩০০-৩৫০ রোগী ভর্তি হন। এটা স্বাভাবিক সংখ্যা। এ কারণে বর্তমান পরিসংখ্যান বলছে— ডায়রিয়ার প্রকোপ এখনও কিছুটা থেকে গেছে।
আইসিডিডিআর,বি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ মে থেকে ঈদের ছুটিসহ এখনও পর্যন্ত ৩ হাজার ৯৮২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন। হাসপাতালটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১ মে ৬৩১ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এরপর ২ মে ৫৫৯ জন, ঈদের দিন ৩ মে ৪২৯ জন, ৪ মে ৬৪১ জন এবং ৫ মে ৫৪৭ জন, ৬ মে ৪৫৭ জন, ৭ মে ৪৭২ জন এবং ৮ মে দুপুর ২টা পর্যন্ত ২৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি থেকেই দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। গত ১৬ মার্চ সর্বপ্রথম এক হাজার ৫৭ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তির খবর জানিয়েছিল আইসিডিডিআর,বি। এর পরদিনই (১৭ মার্চ) আরও এক হাজার ১৪১ জন রোগী ভর্তি হন। এরপর রোগীর সংখ্যা আরও বাড়তে থাকে। গত ৪ এপ্রিল রেকর্ড সংখ্যক ১ হাজার ৩৮৩ জন রোগী ভর্তি হয়েছিলেন। তবে ৮ এপ্রিলের পর হাসপাতালটিতে রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমতে থাকে। এরপর ১৪ এপ্রিল দীর্ঘ একমাস পর হাসপাতালটিতে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারের নিচে নেমে আসে।