ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

আইয়ুব বাচ্চুর সুরে এলো সুমনের গান

  • আপডেট সময় : ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রকাশ পেল গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের গান। এর শিরোনাম ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী এস আই সুমন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারের একটি রেঁস্তোরায় আনুষ্ঠানিকভাবে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এসময় তাকে শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ, ফিডব্যাকের গিটারিস্ট লাবু রহমান, ডিফ্ রেন্ট টাচের ভোকালিস্ট মেজবাহ রহমানসহ অনেকে।

গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তা। এটি এবি ভক্তদের জন্য অন্য রকম একটি চমক বলেও জানান সুমন। তিনি বলেন, এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই।

তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪ এনটিভিতে প্রচার হয়েছিল গানটি । এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করলাম।
এস আই সুমন একাধারে একজন গীটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীতপরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার।

১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধীকারী সুত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ-এর নাতী। তার দাদীর আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্না। এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫ টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফর্ম করবেন বলে জানান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইয়ুব বাচ্চুর সুরে এলো সুমনের গান

আপডেট সময় : ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: প্রকাশ পেল গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর সুর করা ২১ বছর আগের গান। এর শিরোনাম ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। এতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী এস আই সুমন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারের একটি রেঁস্তোরায় আনুষ্ঠানিকভাবে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। এসময় তাকে শুভ কামনা জানাতে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য মানাম আহমেদ, ফিডব্যাকের গিটারিস্ট লাবু রহমান, ডিফ্ রেন্ট টাচের ভোকালিস্ট মেজবাহ রহমানসহ অনেকে।

গানটির সংগীতায়োজন করেছেন ওপার বাংলার রাজর্ষি মিত্তা। এটি এবি ভক্তদের জন্য অন্য রকম একটি চমক বলেও জানান সুমন। তিনি বলেন, এই গানটি ২০০৩ সালে বাচ্চু ভাই সুর করেন। সে সময় এটির সংগীত পরিচালনা করেন বাপ্পা মজুমদার ভাই।

তখন আমি পুরো একটি অ্যালবাম করার পরিকল্পনা করি। পরে অফিসিয়াল ব্যস্ততার কারণে আর গানগুলো প্রকাশ করা সম্ভব হয়নি। তবে ২০০৪ এনটিভিতে প্রচার হয়েছিল গানটি । এখন আবার নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করলাম।
এস আই সুমন একাধারে একজন গীটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীতপরিচালক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার।

১৭ বছর ধরে এনটিভিতে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এটিএন হেড অব ইভেন্টের দায়িত্বে আছেন। উত্তরাধীকারী সুত্রেই সুমনের সংগীতের সঙ্গে বাস। তিনি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দীন খাঁ-এর নাতী। তার দাদীর আপন চাচাতো বোন ওস্তাদ রবিশঙ্করের স্ত্রী আন্না পূর্না। এস আই সুমনের ৪টি অ্যালবাম রয়েছে এবং ৫ টি সিঙ্গেল রয়েছে। এখন থেকে সুমন ক্লাব শোগুলোর পাশাপাশি নিয়মিত মঞ্চে পারফর্ম করবেন বলে জানান।