ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আইভী শপথ নেবেন কবে?

  • আপডেট সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র হিসেবে চলতি সপ্তাহে শপথ নিতে পারেন ডা. সেলিনা হায়াৎ খান আইভী। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই সিটির হাল ধরবেন তিনি। আইভীর মেয়রের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বলে এই সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সামলাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জবাসী তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকতে মেয়র পদে ফের আস্থা রেখেছে ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর। বিপুল ভোটে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর কৃতজ্ঞতাও নারায়ণগঞ্জবাসীর প্রতি জানাতে ভুল করেননি আইভী।
নির্বাচনে জিতেই মেয়র আইভী বলেছিলেন, ‘আপনাদের অর্পিত সব দায়িত্ব অতীতের মতো দল-মত-নির্বিশেষে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে পালন ও আমানত রক্ষার চেষ্টা করব। সব ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প শেষ করে নতুন নতুন কাজ হাতে নেব। এ বিজয় সব অশুভ শক্তির বিরুদ্ধে, সন্ত্রাস, দখলদারি, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। মানবিক সমাজ নির্মাণের বিজয় এটা।’
জানা গেছে, নারায়ণগঞ্জের মেয়র হিসেবে আইভী এই সপ্তাহে শপথ গ্রহণ করতে পারেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার শপথের দিনক্ষণ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসের প্রথম সপ্তাহের যেকোনো দিনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ানো হতে পারে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কর্তৃক দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি কর্পোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা সামলাবেন। ফলে বর্তমানে দায়িত্ব পালন করছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈমূর আলম খন্দকার। আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫।
এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটির প্রথম ভোটে এবং নারায়ণগঞ্জ পৌর পরিষদেরও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেবার তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরে ২০১৭ সালের ৫ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে তিনি শপথ গ্রহণ করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

আইভী শপথ নেবেন কবে?

আপডেট সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের মেয়র হিসেবে চলতি সপ্তাহে শপথ নিতে পারেন ডা. সেলিনা হায়াৎ খান আইভী। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই সিটির হাল ধরবেন তিনি। আইভীর মেয়রের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বলে এই সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সামলাচ্ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জবাসী তাদের দুঃখ দুর্দশায় পাশে থাকতে মেয়র পদে ফের আস্থা রেখেছে ডা. সেলিনা হায়াৎ আইভীর ওপর। বিপুল ভোটে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর কৃতজ্ঞতাও নারায়ণগঞ্জবাসীর প্রতি জানাতে ভুল করেননি আইভী।
নির্বাচনে জিতেই মেয়র আইভী বলেছিলেন, ‘আপনাদের অর্পিত সব দায়িত্ব অতীতের মতো দল-মত-নির্বিশেষে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সঙ্গে পালন ও আমানত রক্ষার চেষ্টা করব। সব ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প শেষ করে নতুন নতুন কাজ হাতে নেব। এ বিজয় সব অশুভ শক্তির বিরুদ্ধে, সন্ত্রাস, দখলদারি, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। মানবিক সমাজ নির্মাণের বিজয় এটা।’
জানা গেছে, নারায়ণগঞ্জের মেয়র হিসেবে আইভী এই সপ্তাহে শপথ গ্রহণ করতে পারেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার শপথের দিনক্ষণ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোন তারিখ নির্ধারণ না হলেও চলতি মাসের প্রথম সপ্তাহের যেকোনো দিনে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পড়ানো হতে পারে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কর্তৃক দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি কর্পোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা সামলাবেন। ফলে বর্তমানে দায়িত্ব পালন করছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈমূর আলম খন্দকার। আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫।
এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটির প্রথম ভোটে এবং নারায়ণগঞ্জ পৌর পরিষদেরও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেবার তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরে ২০১৭ সালের ৫ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে তিনি শপথ গ্রহণ করেন।