ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলার উপায়

  • আপডেট সময় : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। ধরুন, খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রেমবন্দি করতে গেলেন, এমন সময় দেখলেন আপনার ফোনটি স্টোরেজ ফুলের ওয়ার্নিং দিচ্ছে। খুবই সাধারণ একটি সমস্যা সবার জন্য। ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকায় এই সমস্যা আরও গুরুতর হয়ে পড়ে। আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে বিরক্তিকর ‘স্টোরেজ অলমোস্ট ফুল’ নোটিফিকেশন দেখানো হয়।
চাইলে খুব সহজে আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলতে পারবেন। এজন্য-

  • আইফোনের সেটিংসে যান।
  • সেখান থেকে জেনারেল অপশনটি বেছে নিন।
  • টাসফার বা আইফোন রিসেট এ যান
  • ক্লিক করুন ইরেজার অল কন্টেন্ট। এপর সেটিংসে ফিরে যান।
    আইফোনের স্টোরেজ খালি রাখতে অপ্রয়োজনীয় ও বড় অ্যাপগুলো মুছে দিন। ছবি ও ভিডিও অনেকখানি জায়গা দখল করে থাকে। তবে আইফোনের স্পেস খালি করতে সম্পূর্ণ ফটো লাইব্রেরি ক্লিন না করে, বেছে বেছে ছবি ডিলিট করুন।
    সাফারি ও ক্রোমের ক্যাশ ক্লিয়ার করে আইফোনের স্টোরেজ খালি করা যায়। আবার মেসেজ এটাচমেন্ট ডিলিট করলেও অনেকখানি স্টোরেজ খালি করতে পারবেন। অফলাইন যত কনটেন্ট আছে সব ডিলিট করে ফেলুন। গান, ভিডিও, পডকাস্ট অনেকেই ডাউনলোড করে রাখেন। সেগুলো দেখা শেষ হলে ডিলিট করে ফেলুন। এতে আপনার আইফোনের স্টোরেজ অযথা ফুল হয়ে থাকবে না।
ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলার উপায়

আপডেট সময় : ১০:২৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২

প্রযুক্তি ডেস্ক : অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। ধরুন, খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ফ্রেমবন্দি করতে গেলেন, এমন সময় দেখলেন আপনার ফোনটি স্টোরেজ ফুলের ওয়ার্নিং দিচ্ছে। খুবই সাধারণ একটি সমস্যা সবার জন্য। ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া নতুন কোনো ঘটনা নয়। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে সাধের ফোনও স্লো হয়ে যায়। এজন্য মাঝে মাঝে ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসহ স্টোরেজ খালি করে ফেলুন। আইফোনে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা না থাকায় এই সমস্যা আরও গুরুতর হয়ে পড়ে। আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে বিরক্তিকর ‘স্টোরেজ অলমোস্ট ফুল’ নোটিফিকেশন দেখানো হয়।
চাইলে খুব সহজে আইফোন স্টোরেজ থেকে স্থায়ীভাবে ডাটা মুছে ফেলতে পারবেন। এজন্য-

  • আইফোনের সেটিংসে যান।
  • সেখান থেকে জেনারেল অপশনটি বেছে নিন।
  • টাসফার বা আইফোন রিসেট এ যান
  • ক্লিক করুন ইরেজার অল কন্টেন্ট। এপর সেটিংসে ফিরে যান।
    আইফোনের স্টোরেজ খালি রাখতে অপ্রয়োজনীয় ও বড় অ্যাপগুলো মুছে দিন। ছবি ও ভিডিও অনেকখানি জায়গা দখল করে থাকে। তবে আইফোনের স্পেস খালি করতে সম্পূর্ণ ফটো লাইব্রেরি ক্লিন না করে, বেছে বেছে ছবি ডিলিট করুন।
    সাফারি ও ক্রোমের ক্যাশ ক্লিয়ার করে আইফোনের স্টোরেজ খালি করা যায়। আবার মেসেজ এটাচমেন্ট ডিলিট করলেও অনেকখানি স্টোরেজ খালি করতে পারবেন। অফলাইন যত কনটেন্ট আছে সব ডিলিট করে ফেলুন। গান, ভিডিও, পডকাস্ট অনেকেই ডাউনলোড করে রাখেন। সেগুলো দেখা শেষ হলে ডিলিট করে ফেলুন। এতে আপনার আইফোনের স্টোরেজ অযথা ফুল হয়ে থাকবে না।