ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

আইফোন থেকে ডকুমেন্ট স্ক্যান করার সহজ দুই উপায়

  • আপডেট সময় : ১০:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : একটি আইফোন থেকে বিভিন্ন কাজ করা যায়, এমনসব কাজও করা যায় যা হয়তো অনেকেই ভাবতে পারবেন না। এই যেমন একটি আইফোন কাজ করতে পারে ডিজিটাল স্ক্যানারের মতোই। সবচেয়ে ভালো বিষয় হল, আইফোনের বিল্ট-ইন নোটস ও ফাইলস অ্যাপের মাধ্যমেই এটি করা সম্ভব। আর এ পদ্ধতি প্রায় সব আইফোনে একইরকম। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আইফোনের নোটস ও ফাইলস অ্যাপ থেকে একটি নথি বা ডকুমেন্ট স্ক্যান করবেন।
নোটস অ্যাপ থেকে: আইফোনের নোট অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করার পাশাপাশি সেখানে স্বাক্ষর যোগ করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস।
প্রথমে, আইফোনের নোটস অ্যাপের ওপরে চাপ দিন। যদি অ্যাপটি আগে থেকে ইনস্টল করা না থাকে, তবে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। নোটস অ্যাপ চালু করার পরে ‘একজিস্টিং নোট’ অথবা ‘ক্রিয়েট এ নিউ ওয়ান’ অপশনের মধ্যে একটি বেছে নিন। নোটস অ্যাপের স্ক্রিনের নিচের দিকে ক্যামেরা আইকনে চাপ দিন ও ‘স্ক্যান ডকুমেন্টস’ অপশনটি বেছে নিন। যে পৃষ্ঠাটি স্ক্যান করতে চান সেটি আইফোনের সামনে রাখুন। অটো মোড চালু করা থাকলে ক্যামেরাটি এ পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবেই পৃষ্ঠাটি স্ক্যান করবে। আর সেটি না হলে, ‘শাটার’ বোতামে চাপ দিয়ে ছবি তুলুন। ছবির কোণাগুলো টেনে ছবিটির সাইজও ঠিক করে নিতে পারবেন, এরপরে ‘কিপ স্ক্যান’ অপশনে চাপ দিতে হবে।
এ ছাড়া, কেউ যদি নিজের স্বাক্ষর স্ক্যান করা নথিতে যোগ করতে চান, সে ক্ষেত্রে সিগনেচার অপশনে যেতে হবে। প্রথমে ওপরের নির্দেশনা অনুসারে স্ক্যান ডকুমেন্ট অপশনে যান। এরপরে, ‘+’ আইকনে চাপ দিন ও ‘সিগনেচার’ অপশনটি বেছে নিন। এখানে আগে থেকে সেইভ করা স্বাক্ষর বেছে নেওয়া যাবে, অথবা নিজের আঙুল দিয়ে নতুন একটি স্বাক্ষর করা যাবে। এরপরে ‘ডান’ অপশনে চাপ দিয়ে পদ্ধতিটি শেষ করুন।
ফাইলস অ্যাপ থেকে: ফাইলস অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করাও বেশ সহজ। প্রধম দুটি ধাপের পর বাকি ধাপগুলো ওপরের পদ্ধতি অনুসারেই করা যাবে। প্রথমে আইফনের ফাইলস অ্যাপটি চালু করুন। এরপরে, স্ক্রিনের ওপরে ডান কোণায় ‘এলিপসিস’ বোতাম অথবা থ্রি ডট বোতামে ট্যাপ করুন। ড্রপ ডাউন মেনু থেকে ‘স্ক্যান ডকুমেন্টস’ অপশনে চাপ দিন। এরপরে, ওপরের পদ্ধতি অনুসারে ক্যামেরার মাধ্যমে যেকোনো নথি স্ক্যান করে নিন এবং ‘সেইভ’ অপশনে চাপ দিয়ে স্ক্যান করা নথিটি ফোনে সংরক্ষণ করে রাখুন।

 

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইফোন থেকে ডকুমেন্ট স্ক্যান করার সহজ দুই উপায়

আপডেট সময় : ১০:২৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

প্রযুক্তি ডেস্ক : একটি আইফোন থেকে বিভিন্ন কাজ করা যায়, এমনসব কাজও করা যায় যা হয়তো অনেকেই ভাবতে পারবেন না। এই যেমন একটি আইফোন কাজ করতে পারে ডিজিটাল স্ক্যানারের মতোই। সবচেয়ে ভালো বিষয় হল, আইফোনের বিল্ট-ইন নোটস ও ফাইলস অ্যাপের মাধ্যমেই এটি করা সম্ভব। আর এ পদ্ধতি প্রায় সব আইফোনে একইরকম। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আইফোনের নোটস ও ফাইলস অ্যাপ থেকে একটি নথি বা ডকুমেন্ট স্ক্যান করবেন।
নোটস অ্যাপ থেকে: আইফোনের নোট অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করার পাশাপাশি সেখানে স্বাক্ষর যোগ করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস।
প্রথমে, আইফোনের নোটস অ্যাপের ওপরে চাপ দিন। যদি অ্যাপটি আগে থেকে ইনস্টল করা না থাকে, তবে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। নোটস অ্যাপ চালু করার পরে ‘একজিস্টিং নোট’ অথবা ‘ক্রিয়েট এ নিউ ওয়ান’ অপশনের মধ্যে একটি বেছে নিন। নোটস অ্যাপের স্ক্রিনের নিচের দিকে ক্যামেরা আইকনে চাপ দিন ও ‘স্ক্যান ডকুমেন্টস’ অপশনটি বেছে নিন। যে পৃষ্ঠাটি স্ক্যান করতে চান সেটি আইফোনের সামনে রাখুন। অটো মোড চালু করা থাকলে ক্যামেরাটি এ পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবেই পৃষ্ঠাটি স্ক্যান করবে। আর সেটি না হলে, ‘শাটার’ বোতামে চাপ দিয়ে ছবি তুলুন। ছবির কোণাগুলো টেনে ছবিটির সাইজও ঠিক করে নিতে পারবেন, এরপরে ‘কিপ স্ক্যান’ অপশনে চাপ দিতে হবে।
এ ছাড়া, কেউ যদি নিজের স্বাক্ষর স্ক্যান করা নথিতে যোগ করতে চান, সে ক্ষেত্রে সিগনেচার অপশনে যেতে হবে। প্রথমে ওপরের নির্দেশনা অনুসারে স্ক্যান ডকুমেন্ট অপশনে যান। এরপরে, ‘+’ আইকনে চাপ দিন ও ‘সিগনেচার’ অপশনটি বেছে নিন। এখানে আগে থেকে সেইভ করা স্বাক্ষর বেছে নেওয়া যাবে, অথবা নিজের আঙুল দিয়ে নতুন একটি স্বাক্ষর করা যাবে। এরপরে ‘ডান’ অপশনে চাপ দিয়ে পদ্ধতিটি শেষ করুন।
ফাইলস অ্যাপ থেকে: ফাইলস অ্যাপ থেকে ডকুমেন্ট স্ক্যান করাও বেশ সহজ। প্রধম দুটি ধাপের পর বাকি ধাপগুলো ওপরের পদ্ধতি অনুসারেই করা যাবে। প্রথমে আইফনের ফাইলস অ্যাপটি চালু করুন। এরপরে, স্ক্রিনের ওপরে ডান কোণায় ‘এলিপসিস’ বোতাম অথবা থ্রি ডট বোতামে ট্যাপ করুন। ড্রপ ডাউন মেনু থেকে ‘স্ক্যান ডকুমেন্টস’ অপশনে চাপ দিন। এরপরে, ওপরের পদ্ধতি অনুসারে ক্যামেরার মাধ্যমে যেকোনো নথি স্ক্যান করে নিন এবং ‘সেইভ’ অপশনে চাপ দিয়ে স্ক্যান করা নথিটি ফোনে সংরক্ষণ করে রাখুন।