ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

আইফোনের ডিসপ্লে মোছার কাপড়ের দাম ১৬৩০ টাকা

  • আপডেট সময় : ০৯:০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : টেক জায়ান্ট বলে কথা। সব কিছুতেই বড়লোকি তাদের! বলছি অ্যাপলের কথা। দুনিয়ার বেশি দামের ফোন বিক্রি করে তারা। আইফোনের দাম যেমন বেশি, তেমনি এই ফোনের এক্সেসরিজের দামও আকাশচুম্বী। এবার আইফোনের ডিসপ্লে মোছার জন্য এক টুকরো কাপড় এনে আলোচনায় এলো। কেননা, সামান্য এক টুকরো কাপড় বিক্রি করছে ১৯ ডলারে। যা বাংলাদেশি টাকায় ১৬৩০ টাকা।
আইফোন মোছার কাপড়টি মাইক্রোফাইবার সমৃদ্ধ। এটি একটি ‘পলিশিং ক্লথ’। যা সাধারণত চশমার কাঁচ মোছার জন্য ব্যবহৃত হয়।
১৮ অক্টোবর রাতে যুক্তরাষ্টে এক ইভেন্টে অ্যাপল নতুন ল্যাপটপ, এয়ারপড উন্মোচন করে। এসময় আইফোন মোছার কাপড়ও প্রদর্শন ও বিক্রির ঘোষণা দেয়। ফোনের পাশাপাশি এই কাপড় দিয়ে অ্যাপলের অন্যান্য ডিসপ্লে যেমন আইপ্যাড, আইপডের ডিসপ্লেও মোছা যাবে।
এ পণ্যের বিবরণ অংশে লিখা রয়েছে, পলিশিং ক্লথ তৈরি নরম উপাদানে, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও। ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের বিষয়টি অবশ্য এসেছে অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইফোনের ডিসপ্লে মোছার কাপড়ের দাম ১৬৩০ টাকা

আপডেট সময় : ০৯:০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

প্রযুক্তি ডেস্ক : টেক জায়ান্ট বলে কথা। সব কিছুতেই বড়লোকি তাদের! বলছি অ্যাপলের কথা। দুনিয়ার বেশি দামের ফোন বিক্রি করে তারা। আইফোনের দাম যেমন বেশি, তেমনি এই ফোনের এক্সেসরিজের দামও আকাশচুম্বী। এবার আইফোনের ডিসপ্লে মোছার জন্য এক টুকরো কাপড় এনে আলোচনায় এলো। কেননা, সামান্য এক টুকরো কাপড় বিক্রি করছে ১৯ ডলারে। যা বাংলাদেশি টাকায় ১৬৩০ টাকা।
আইফোন মোছার কাপড়টি মাইক্রোফাইবার সমৃদ্ধ। এটি একটি ‘পলিশিং ক্লথ’। যা সাধারণত চশমার কাঁচ মোছার জন্য ব্যবহৃত হয়।
১৮ অক্টোবর রাতে যুক্তরাষ্টে এক ইভেন্টে অ্যাপল নতুন ল্যাপটপ, এয়ারপড উন্মোচন করে। এসময় আইফোন মোছার কাপড়ও প্রদর্শন ও বিক্রির ঘোষণা দেয়। ফোনের পাশাপাশি এই কাপড় দিয়ে অ্যাপলের অন্যান্য ডিসপ্লে যেমন আইপ্যাড, আইপডের ডিসপ্লেও মোছা যাবে।
এ পণ্যের বিবরণ অংশে লিখা রয়েছে, পলিশিং ক্লথ তৈরি নরম উপাদানে, যা যেকোনো অ্যাপল ডিসপ্লে নিরাপদে এবং কার্যকরভাবে পরিষ্কার করে, এমনকি ন্যানো-টেক্সচার কাচও। ন্যানো-টেক্সচার কাচ পরিষ্কারের বিষয়টি অবশ্য এসেছে অ্যাপলের প্রো ডিসপ্লে এক্সডিআর মনিটরের জন্য।