নোয়াখালী প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন বলেছেন, ‘তথ্য অধিদপ্তর থেকে প্রতিটি জেলায় মূলধারার সাংবাদিকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারের অনুমতি ছাড়া কেউ আইপি টিভি, নিউজ পোর্টাল তৈরি করতে পারবে না। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ সরকারবিরোধী প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভুল তথ্য ভুল সংবাদ প্রচার করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গতকাল শনিবার বেলা ১১টায় জেলা সিনিয়র তথ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকা- অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ে অপসাংবাদিকতা বেড়ে গেছে, তাদের বিষয়েও তথ্য নেওয়া হচ্ছে। ডিজিটাল নিউ মিডিয়া সংক্রান্ত আইন প্রক্রিয়াধীন, দ্রুত সময়ের মধ্যে আমরা তা পেয়ে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এসময় আরো ছিলেন- সাংবাদিক বখতিয়ার শিকদার, আমিরুল ইসলাম হারুন, সামছুল হাসান মিরণ, তাজুল ইসলাম মানিক, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, মিজানুর রহমান রিয়াদ, মাহবুবুর রহমানসহ অনেকে।
আইপি টিভির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ