ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আইপিও অনুমোদন পেল এশিয়াটিক ল্যাবরেটরিজ

  • আপডেট সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডকে প্রাথমকি গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকার উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭ তম সভায় আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে এই টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানটি আইপিওর মাধ্যমে ৯৫ কোটি টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনায় খরচ করবে। বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ অনুয়ায়ী এশিয়াটিক ল্যাবরেটরিজকে আইপিওর মাধ্যমে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে কমিশন। তবে তাকে শর্ত দেওয়া হয়েছে যে তালিকাভুক্ত হওয়ার আগে কেনো প্রকার লভ্যাংশ দিতে ও বিতরণ করতে পারবে না। বিএসইসির তথ্য মতে, ৩০ জুন ২০২১ সালে পুনর্মূল্যায়ণসহ কোম্পানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএবি) ৩৫ টাকা ৪৮ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৫ পয়সা। গত ৫ বছরের কোম্পানির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩ টাকা ২১ পয়সা। সূত্র জানায়, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কাট অব প্রাইস থেকে ৩০ শতাংশ অথবা ২০ টাকা; দুটির মধ্যে যেটি কম সেই মূল্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে। কোম্পানি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক পুনর্বহাল ও সীমানা পুনর্নির্ধারণে সব দল একমত

আইপিও অনুমোদন পেল এশিয়াটিক ল্যাবরেটরিজ

আপডেট সময় : ০১:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২

নিজস্ব প্রতিবেদক : এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডকে প্রাথমকি গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকার উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭ তম সভায় আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে এই টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানটি আইপিওর মাধ্যমে ৯৫ কোটি টাকা নিয়ে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনায় খরচ করবে। বিষয়টি নিশ্চিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) (পাবলিক ইস্যু) রুলস ২০১৫ অনুয়ায়ী এশিয়াটিক ল্যাবরেটরিজকে আইপিওর মাধ্যমে ৯৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি দিয়েছে কমিশন। তবে তাকে শর্ত দেওয়া হয়েছে যে তালিকাভুক্ত হওয়ার আগে কেনো প্রকার লভ্যাংশ দিতে ও বিতরণ করতে পারবে না। বিএসইসির তথ্য মতে, ৩০ জুন ২০২১ সালে পুনর্মূল্যায়ণসহ কোম্পানটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএবি) ৩৫ টাকা ৪৮ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৫ পয়সা। গত ৫ বছরের কোম্পানির ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩ টাকা ২১ পয়সা। সূত্র জানায়, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কাট অব প্রাইস থেকে ৩০ শতাংশ অথবা ২০ টাকা; দুটির মধ্যে যেটি কম সেই মূল্য সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছেড়ে টাকা উত্তোলন করবে। কোম্পানি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।