ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

আইপিওর কোটা পেতে তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে

  • আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য যে সংরক্ষিত কোটা আছে, তার শেয়ার পেতে চাইলে সেকেন্ডারি মার্কেটে তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাজারে তারল্য বৃদ্ধি করতে কাট-অফ ডেট-এ ন্যূনতম বিনিয়োগের এই সীমা বাড়ানো হয়েছে। আগে এই সীমা ছিল এক কোটি টাকা।
গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৮২৪তম কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে আইপিওর কোটার শেয়ারে আবেদন বা নিলামে অংশগ্রহণ করতে হলে কাট-অফ ডেট-এ পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ড ব্যতিত অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। এতদিন সর্বনি¤œ ১ কোটি টাকা বিনিয়োগ থাকলেই চলত। অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডে বিনিয়োগ ৫০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে দেড় কোটি টাকা করা হয়েছে। এছাড়া অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ইলেকট্রনিক্স সাবসক্রিপশন সিস্টেম তথা ইএসএসের মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে দুই এক্সচেঞ্জের টিম উপযুক্ত দলিল দস্তাবেজ দেখে নিশ্চিত করবেন বলে জানিয়েছে বিএসইসি। নিবন্ধনের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কপি; নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সংশ্লিষ্ট ব্যাংক বিবরণী। তবে সংশ্লিষ্ট ফান্ড তার আর্থিক বিবরণীতে প্রদর্শিত অর্থের অতিরিক্ত অর্থ কোনো আইপিওতে বিনিয়োগ করতে পারবে না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন

আইপিওর কোটা পেতে তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে

আপডেট সময় : ০১:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য যে সংরক্ষিত কোটা আছে, তার শেয়ার পেতে চাইলে সেকেন্ডারি মার্কেটে তিন কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমে বাজারে তারল্য বৃদ্ধি করতে কাট-অফ ডেট-এ ন্যূনতম বিনিয়োগের এই সীমা বাড়ানো হয়েছে। আগে এই সীমা ছিল এক কোটি টাকা।
গতকাল সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে। বিএসইসির ৮২৪তম কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে আইপিওর কোটার শেয়ারে আবেদন বা নিলামে অংশগ্রহণ করতে হলে কাট-অফ ডেট-এ পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ড ব্যতিত অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে সেকেন্ডারি বাজারে। এতদিন সর্বনি¤œ ১ কোটি টাকা বিনিয়োগ থাকলেই চলত। অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডে বিনিয়োগ ৫০ লাখ টাকা থেকে বৃদ্ধি করে দেড় কোটি টাকা করা হয়েছে। এছাড়া অনুমোদিত পেনশন ফান্ড, স্বীকৃত প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড ইলেকট্রনিক্স সাবসক্রিপশন সিস্টেম তথা ইএসএসের মাধ্যমে নিবন্ধনের ক্ষেত্রে দুই এক্সচেঞ্জের টিম উপযুক্ত দলিল দস্তাবেজ দেখে নিশ্চিত করবেন বলে জানিয়েছে বিএসইসি। নিবন্ধনের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কপি; নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং সংশ্লিষ্ট ব্যাংক বিবরণী। তবে সংশ্লিষ্ট ফান্ড তার আর্থিক বিবরণীতে প্রদর্শিত অর্থের অতিরিক্ত অর্থ কোনো আইপিওতে বিনিয়োগ করতে পারবে না।