ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার!

  • আপডেট সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ ভুটানে যে ক্রিকেট খেলা প্রচলিত, সেই তথ্যই এতদিন অনেকের কাছে অজানা ছিল। পাহাড়-পর্বতে ঘেরা এই দেশটিতে ক্রিকেট খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে ফুটবলে বেশ এগিয়ে ভুটান। কিন্তু এবার সেই দেশেরই এক ক্রিকেটাররের নাম উঠছে আইপিএলের নিলামে! ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের। হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি। অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির। নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে। নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার। বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি। ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন। দিয়েছেন পরামর্শও। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আইপিএল নিলামে ভুটানের ক্রিকেটার!

আপডেট সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ এশিয়ার ক্ষুদ্র দেশ ভুটানে যে ক্রিকেট খেলা প্রচলিত, সেই তথ্যই এতদিন অনেকের কাছে অজানা ছিল। পাহাড়-পর্বতে ঘেরা এই দেশটিতে ক্রিকেট খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে ফুটবলে বেশ এগিয়ে ভুটান। কিন্তু এবার সেই দেশেরই এক ক্রিকেটাররের নাম উঠছে আইপিএলের নিলামে! ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের ১৫তম আসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসে। আইপিএলের নিলামে এবার নাম উঠল ভুটানের এক ক্রিকেটারের। হিমালয়ের পাদদেশের এই ক্রিকেটারের নাম মিকিও দর্জি। অবশ্য এ খবরেই আইপিএল মঞ্চে নামার স্বপ্ন বোনার সুযোগ নেই মিকির। নিলামে মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটারের তালিকা তার নাম রয়েছে। নিলাম শুরুর আগে এই তালিকা ছেঁটে ছোট করা হবে, ভাগ্য সুপ্রসন্ন না হলে বাদ পড়ে যেতে পারেন এই ভুটানি ক্রিকেটার। বিষয়টি জানা মিকি দর্জির। আইপিএল নিলামে সুযোগ পাওয়ার সুখবরে এরই মধ্যে ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংসের তারকা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন মিকি। ভারতের সাবেক অধিনায়ক তার সঙ্গে ছবি তুলেছেন। দিয়েছেন পরামর্শও। নিজের ইনস্টাগ্রামে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মিকি দর্জি।