ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আইপিএল নিয়ে ‘বেশি আশা’ নেই রিশাদের

  • আপডেট সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ২০২৫ আইপিএলের নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। যাদের মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলে তার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু রিশাদ নিজে এখনই বেশি আশা করতে চান না। গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে আজ মিরপুরে অনুশীলন করতে নেমেছিলেন তিনি। সেখানেই আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান এই তরুণ স্পিনার। তিনি বলেন, ‘(আইপিএলে খেলার) ইচ্ছা তো সবারই থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএলের ড্রাফট নিয়েও এত ভাবি না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। সবকিছু তো আল্লাহর হাতে।’ তবে সুযোগ পেলে আইপিএলে ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে রিশাদের, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো বা খারাপ দিন সবারই আসে। আমি তাই এত আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
আইপিএলে পছন্দের দল কোনটি, এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ‘আমি এভাবে ভাবিনি। দেখা গেল আমি ভাবলাম চেন্নাই, কিন্তু ডাক পড়লো অন্য দলে। তখন আবার মন খারাপ হতে পারে। তবে আমার ফেভারিট কলকাতা নাইট রাইডার্স। এর কারণ সাকিব ভাই এই দলের হয়ে অনেকদিন খেলেছেন। ‘ এদিকে রিশাদের নিজের সাম্প্রতিক ফর্ম খুব একটা সুবিধার নয়। ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেট পেলেও বাকি দুই ম্যাচ ছিলেন উইকেটশূন্য। এরপর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেলেও উইকেট পাননি। রিশাদ নিজে অবশ্য আশাবাদী, দুঃসময় কেটে যাবে তার। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। সেখানেই নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন এই

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রিয়াঙ্কা-শাহরুখের শুটিং চলাকালীন সেই রসায়ন ফের আলোচনায়

আইপিএল নিয়ে ‘বেশি আশা’ নেই রিশাদের

আপডেট সময় : ০৭:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: ২০২৫ আইপিএলের নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম আছে। যাদের মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই এবারের আইপিএলে তার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু রিশাদ নিজে এখনই বেশি আশা করতে চান না। গ্লোবাল সুপার লিগ খেলতে দেশ ছাড়ার আগে আজ মিরপুরে অনুশীলন করতে নেমেছিলেন তিনি। সেখানেই আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান এই তরুণ স্পিনার। তিনি বলেন, ‘(আইপিএলে খেলার) ইচ্ছা তো সবারই থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএলের ড্রাফট নিয়েও এত ভাবি না। স্বাভাবিক থাকার চেষ্টা করি। সবকিছু তো আল্লাহর হাতে।’ তবে সুযোগ পেলে আইপিএলে ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে রিশাদের, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো বা খারাপ দিন সবারই আসে। আমি তাই এত আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’
আইপিএলে পছন্দের দল কোনটি, এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ‘আমি এভাবে ভাবিনি। দেখা গেল আমি ভাবলাম চেন্নাই, কিন্তু ডাক পড়লো অন্য দলে। তখন আবার মন খারাপ হতে পারে। তবে আমার ফেভারিট কলকাতা নাইট রাইডার্স। এর কারণ সাকিব ভাই এই দলের হয়ে অনেকদিন খেলেছেন। ‘ এদিকে রিশাদের নিজের সাম্প্রতিক ফর্ম খুব একটা সুবিধার নয়। ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৩ উইকেট পেলেও বাকি দুই ম্যাচ ছিলেন উইকেটশূন্য। এরপর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পেলেও উইকেট পাননি। রিশাদ নিজে অবশ্য আশাবাদী, দুঃসময় কেটে যাবে তার। বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন তিনি। সেখানেই নিজেকে মেলে ধরার অপেক্ষায় আছেন এই