ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

আইপিএল খেলতে আগে ভাগেই আমিরাতের পথে চেন্নাই

  • আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে দীর্ঘ চার মাস ধরে বন্ধ থাকা আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল এই ঘরোয়া ক্রিকেটের বাকি অংশের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য আগে ভাবেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমাচ্ছে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা।
আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার জন্য ইতোমধ্যে চেন্নাইয়ে পৌঁছেও গেছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার চেন্নাইয়ের ভারতীয় খেলোয়াড়রা উড়াল দেবেন আমিরাতের পথে।
এই বিষটি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘দলের যেসব ভারতীয় খেলোয়াড় এখন অবসরে রয়েছেন, তারা ১৩ আগস্ট আরব আমিরাতে উদ্দেশে রওনা হবে।’
বিশ্বনাথ আরও জানিয়েছেন, আমিরাতে যাওয়ার চেন্নাইয়ে কোনো ক্যাম্প করবে না সুপার কিংস।
উল্লেখ্য, আইপিএলের বাকি থাকা অংশে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানেই রয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকলেও শীর্ষে থাকা দিল্লী ক্যাপিটালসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ধোনির দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লী। নেট রানরেটে এগিয়ে থাকার কারণে পরের ম্যাচ জিতলেই শীর্ষস্থান নিশ্চিত করবে চেন্নাই।
এদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ান্সের। এছাড়া ৭টি করে ম্যাচ খেলে যথাক্রমে ৪ এবং ২ পয়েন্ট নিয়ে সাত এবং আট নম্বরে রয়েছে সাকিব এবং মোস্তাফিজের দল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

আইপিএল খেলতে আগে ভাগেই আমিরাতের পথে চেন্নাই

আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণে দীর্ঘ চার মাস ধরে বন্ধ থাকা আইপিএলের বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল এই ঘরোয়া ক্রিকেটের বাকি অংশের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য আগে ভাবেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমাচ্ছে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা।
আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার জন্য ইতোমধ্যে চেন্নাইয়ে পৌঁছেও গেছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার চেন্নাইয়ের ভারতীয় খেলোয়াড়রা উড়াল দেবেন আমিরাতের পথে।
এই বিষটি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ। ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘দলের যেসব ভারতীয় খেলোয়াড় এখন অবসরে রয়েছেন, তারা ১৩ আগস্ট আরব আমিরাতে উদ্দেশে রওনা হবে।’
বিশ্বনাথ আরও জানিয়েছেন, আমিরাতে যাওয়ার চেন্নাইয়ে কোনো ক্যাম্প করবে না সুপার কিংস।
উল্লেখ্য, আইপিএলের বাকি থাকা অংশে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানেই রয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকলেও শীর্ষে থাকা দিল্লী ক্যাপিটালসের চেয়ে এক ম্যাচ কম খেলেছে ধোনির দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিল্লী। নেট রানরেটে এগিয়ে থাকার কারণে পরের ম্যাচ জিতলেই শীর্ষস্থান নিশ্চিত করবে চেন্নাই।
এদিকে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ান্সের। এছাড়া ৭টি করে ম্যাচ খেলে যথাক্রমে ৪ এবং ২ পয়েন্ট নিয়ে সাত এবং আট নম্বরে রয়েছে সাকিব এবং মোস্তাফিজের দল।