ক্রীড়া ডেস্ক : ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের একমাত্র ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যাট করছে পাঞ্জাব কিংস। দলের হয়ে ওপেনিংয়ে খেলতে নেমে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি। ব্যাট করতে নামার আগে শিখর ধাওয়ানের সংগ্রহে ছিল ৫৯৯৮ রান। এদিন দ্বিতীয় রান নেওয়ার সময়েই ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ রানে অপরাজিত ছিলেন ভারতীয় এই ব্যাটার। যার সুবাদে আইপিএল ক্যারিয়ারে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৯৯ ইনিংসে ৬০৪৩ রান। আইপিএলে ধাওয়ানের চেয়ে বেশি রান রয়েছে কেবল একজন ব্যাটার। সেই ব্যাটার হলেন বিরাট কোহলি। ২০৭ ইনিংসে ৬৪০২ রান করেছেন বিরাট। এছাড়া ছয় হাজারের কাছাকাছিতে অবস্থান করছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

























