ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

আইপিএলের ৫ ক্রিকেটার ইংল্যান্ডের ওয়ানডে দলে

  • আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এবারের আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ পাঁচ ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড। আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে এই সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লে-অফে জস বাটলার, জ্যাকব বেথেল ও উইল জ্যাকসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়।

 

সীমান্তে ভারত ও পাকিস্তানের তুমুল সংঘাতে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হবে আগামী শনিবার।

ফাইনাল হবে ৩ জুন, একই দিন হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হবে ২৯ মে ও ১ জুন। আইপিএলের প্রথম পর্ব শেষ হবে ২৭ মে, আর ২৯ মে থেকে শুরু হবে প্লে-অফ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএলে চুক্তিবদ্ধ জফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) ও জেমি ওভারটনও (চেন্নাই সুপার কিংস) আছেন ওয়ানডে দলে। যদিও এই দুজনের ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে।

ওয়ানডে দলে থাকা অন্য তিন ক্রিকেটার বাটলার (গুজরাট টাইটান্স), বেথেল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও জ্যাকসের (মুম্বাই ইন্ডিয়ান্স) ফ্র্যাঞ্চাইজি প্লে-অফে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছে।

বেঙ্গালুরুর আরও দুই ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্টকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে সল্টকে।

 

আইপিএল ফাইনালের তিন দিন পর, ৬ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু) ও শেরফেইন রাদারফোর্ডকেও (গুজরাট) আইপিএলের শেষ দিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দলটির আরেক ক্রিকেটার শামার জোসেফের (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) ফ্র্যাঞ্চাইজির যদিও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কম।

 

প্রাথমিকভাবে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে, ক্রিকেটারদের সেদিন পর্যন্তই অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল ইসিবি। মঙ্গলবার ইসিবির এক মুখপাত্র বলেছেন, এখন বিষয়টি ‘পর্যালোচনা’ করা হবে।

 

“আইপিএল ও বিসিসিআইকে সময়সূচি কার্যকর করতে এবং খেলোয়াড়রা ফিরে যেতে চাইলে তাদের ফেরার সুবিধার্থে সহায়তা করতে আগ্রহী আমরা।

 

আইপিএলের মূল সূচির ওপর ভিত্তি করে শুরুতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তাই সম্ভাব্য সময় বাড়ানোর বিষয় পর্যালোচনা করতে হবে, বিশেষ করে সাদা বলের দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়। বিসিসিআই ও আইপিএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব আমরা।”

ভারত ও পাকিস্তানের হামলা-পাল্টা হামলার কারণে গত শুক্রবার আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে যান ইংলিশ ক্রিকেটাররা।

ভারতে ফেরার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আইপিএলে চুক্তিবদ্ধ ১০ ইংলিশ ক্রিকেটার মঙ্গলবার পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসবেন।

তারা ভারতে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

 

হ্যারি ব্রুক সাদা বলের অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের প্রথম সিরিজ এটি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সাদা বলের নেতৃত্ব ছাড়েন বাটলার। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্যও সামনের সিরিজগুলো গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

 

বর্তমানে ইংল্যান্ড আছে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি তার সামনে। বাঁহাতি স্পিনার টম হার্টলিকে রাখা হয়েছে ওয়ানডে দলে। এখন পর্যন্ত তিনি দুটি ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। উভয় দলেই ফিরেছেন পেসার ব্রাইডন কার্স।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইপিএলের ৫ ক্রিকেটার ইংল্যান্ডের ওয়ানডে দলে

আপডেট সময় : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: এবারের আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে চুক্তিবদ্ধ পাঁচ ক্রিকেটারকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড। আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে এই সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির প্লে-অফে জস বাটলার, জ্যাকব বেথেল ও উইল জ্যাকসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়।

 

সীমান্তে ভারত ও পাকিস্তানের তুমুল সংঘাতে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হবে আগামী শনিবার।

ফাইনাল হবে ৩ জুন, একই দিন হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডে। প্রথম দুই ওয়ানডে হবে ২৯ মে ও ১ জুন। আইপিএলের প্রথম পর্ব শেষ হবে ২৭ মে, আর ২৯ মে থেকে শুরু হবে প্লে-অফ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আইপিএলে চুক্তিবদ্ধ জফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) ও জেমি ওভারটনও (চেন্নাই সুপার কিংস) আছেন ওয়ানডে দলে। যদিও এই দুজনের ফ্র্যাঞ্চাইজি এরই মধ্যে প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে।

ওয়ানডে দলে থাকা অন্য তিন ক্রিকেটার বাটলার (গুজরাট টাইটান্স), বেথেল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) ও জ্যাকসের (মুম্বাই ইন্ডিয়ান্স) ফ্র্যাঞ্চাইজি প্লে-অফে যাওয়ার লড়াইয়ে ভালোভাবেই আছে।

বেঙ্গালুরুর আরও দুই ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন ও ফিল সল্টকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে সল্টকে।

 

আইপিএল ফাইনালের তিন দিন পর, ৬ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড (বেঙ্গালুরু) ও শেরফেইন রাদারফোর্ডকেও (গুজরাট) আইপিএলের শেষ দিকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দলটির আরেক ক্রিকেটার শামার জোসেফের (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস) ফ্র্যাঞ্চাইজির যদিও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কম।

 

প্রাথমিকভাবে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে, ক্রিকেটারদের সেদিন পর্যন্তই অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল ইসিবি। মঙ্গলবার ইসিবির এক মুখপাত্র বলেছেন, এখন বিষয়টি ‘পর্যালোচনা’ করা হবে।

 

“আইপিএল ও বিসিসিআইকে সময়সূচি কার্যকর করতে এবং খেলোয়াড়রা ফিরে যেতে চাইলে তাদের ফেরার সুবিধার্থে সহায়তা করতে আগ্রহী আমরা।

 

আইপিএলের মূল সূচির ওপর ভিত্তি করে শুরুতে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে, তাই সম্ভাব্য সময় বাড়ানোর বিষয় পর্যালোচনা করতে হবে, বিশেষ করে সাদা বলের দলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়। বিসিসিআই ও আইপিএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব আমরা।”

ভারত ও পাকিস্তানের হামলা-পাল্টা হামলার কারণে গত শুক্রবার আইপিএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে যান ইংলিশ ক্রিকেটাররা।

ভারতে ফেরার বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আইপিএলে চুক্তিবদ্ধ ১০ ইংলিশ ক্রিকেটার মঙ্গলবার পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসবেন।

তারা ভারতে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটি ইংল্যান্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

 

হ্যারি ব্রুক সাদা বলের অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের প্রথম সিরিজ এটি। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর সাদা বলের নেতৃত্ব ছাড়েন বাটলার। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্যও সামনের সিরিজগুলো গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে।

 

বর্তমানে ইংল্যান্ড আছে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ী স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে। প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলার হাতছানি তার সামনে। বাঁহাতি স্পিনার টম হার্টলিকে রাখা হয়েছে ওয়ানডে দলে। এখন পর্যন্ত তিনি দুটি ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। উভয় দলেই ফিরেছেন পেসার ব্রাইডন কার্স।

ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ।

ইংল্যান্ড টি-টোয়েন্টি দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, লুক উড