ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

আইপিএলের শুরুতে ‘অনিশ্চিত’ বুমরাহ

  • আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জাসপ্রিত বুমরাহ। আইপিএলের শুরুর দিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রথম কয়েকটি ম্যাচে অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। আশা করা হচ্ছে, বিসিসিআই মেডিকেল দলের সবুজ সংকেত পেলে পরের মাসের শুরুতে মুম্বাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন বুমরাহ।

মার্চে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। তবে এটা এখনও নিশ্চিত নয়, আইপিএলের কয়টি ম্যাচে খেলতে পারবেন না তারকা এই পেসার। বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে থাকা বুমরাহর মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও জানানো হয়নি এখনও। গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠের চোটের কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার আশায় টুর্নামেন্টের প্রাথমিক দলে তাকে রেখেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত তাদের চাওয়া পূরণ হয়নি।

ফিটনেস নিয়ে সংশয়ের কারণে বুমরাহকে বাদ দেওয়া হয় মূল দল থেকে। তাকে ছাড়াই অবশ্য প্রতিযোগিতাটির রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারতীয়রা। ২০২৩ সালের মার্চ মাসে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম পিঠে চোট পেয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে কাজ করা নিউ জিল্যান্ড ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড সম্প্রতি পরামর্শ দিয়েছেন, বুমরাহকে নিয়ে তাড়াহুড়া না করতে। এখন তিনি রাজস্থান রয়্যালসের বোলিং কোচ।

প্রতিপক্ষের মাঠে এবারের আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নদের আসরে পথচলা শুরু হবে আগামী ২৩ মার্চ, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৯ মার্চ আহমেদাবাদে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। দুই দিন পর ওয়াংখেড়েতে তাদের লড়াই শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এপ্রিলের প্রথম সপ্তাহে দুটি ম্যাচ রয়েছে রোহিত শার্মা, হার্দিক পান্ডিয়াদের। লাক্ষ্ণৌয়ে ৪ এপ্রিল তাদের প্রতিপক্ষ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস, তিন দিন পর ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচগুলোতে মুম্বাইয়ের বুমরাহকে না পাওয়ার সম্ভাবনা প্রবল। ২০১৩ সাল থেকে আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে খেলছেন বুমরাহ। আইপিএলে নিজের অভিষেক আসরেই শিরোপার স্বাদ পান তিনি।

এরপর মুম্বাইয়ের আরও চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার। আইপিএলে এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলেছেন বুমরাহ। ওভারপ্রতি ৭.৩০ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ১৬৫টি। ম্যাচটি পাঁচ ও চার উইকেট আছে দুইবার করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইপিএলের শুরুতে ‘অনিশ্চিত’ বুমরাহ

আপডেট সময় : ০৪:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

ক্রীড়া ডেস্ক: চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জাসপ্রিত বুমরাহ। আইপিএলের শুরুর দিকে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই প্রথম কয়েকটি ম্যাচে অভিজ্ঞ এই পেসারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সকে। আগামী ২২ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। আশা করা হচ্ছে, বিসিসিআই মেডিকেল দলের সবুজ সংকেত পেলে পরের মাসের শুরুতে মুম্বাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন বুমরাহ।

মার্চে তিনটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের। তবে এটা এখনও নিশ্চিত নয়, আইপিএলের কয়টি ম্যাচে খেলতে পারবেন না তারকা এই পেসার। বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনে থাকা বুমরাহর মাঠে ফেরার নির্দিষ্ট দিনক্ষণও জানানো হয়নি এখনও। গত জানুয়ারি থেকে মাঠের বাইরে আছেন বুমরাহ। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠের চোটের কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার আশায় টুর্নামেন্টের প্রাথমিক দলে তাকে রেখেছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত তাদের চাওয়া পূরণ হয়নি।

ফিটনেস নিয়ে সংশয়ের কারণে বুমরাহকে বাদ দেওয়া হয় মূল দল থেকে। তাকে ছাড়াই অবশ্য প্রতিযোগিতাটির রেকর্ড তৃতীয় শিরোপা ঘরে তোলে ভারতীয়রা। ২০২৩ সালের মার্চ মাসে বুমরাহর পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তারপর এই প্রথম পিঠে চোট পেয়েছেন তিনি। গত কয়েক বছর ধরে মুম্বাইয়ের বোলিং কোচ হিসেবে কাজ করা নিউ জিল্যান্ড ফাস্ট বোলিং গ্রেট শেন বন্ড সম্প্রতি পরামর্শ দিয়েছেন, বুমরাহকে নিয়ে তাড়াহুড়া না করতে। এখন তিনি রাজস্থান রয়্যালসের বোলিং কোচ।

প্রতিপক্ষের মাঠে এবারের আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নদের আসরে পথচলা শুরু হবে আগামী ২৩ মার্চ, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৯ মার্চ আহমেদাবাদে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। দুই দিন পর ওয়াংখেড়েতে তাদের লড়াই শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এপ্রিলের প্রথম সপ্তাহে দুটি ম্যাচ রয়েছে রোহিত শার্মা, হার্দিক পান্ডিয়াদের। লাক্ষ্ণৌয়ে ৪ এপ্রিল তাদের প্রতিপক্ষ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস, তিন দিন পর ঘরের মাঠে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচগুলোতে মুম্বাইয়ের বুমরাহকে না পাওয়ার সম্ভাবনা প্রবল। ২০১৩ সাল থেকে আইপিএলে মুম্বাইয়ের জার্সিতে খেলছেন বুমরাহ। আইপিএলে নিজের অভিষেক আসরেই শিরোপার স্বাদ পান তিনি।

এরপর মুম্বাইয়ের আরও চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার। আইপিএলে এখন পর্যন্ত ১৩৩ ম্যাচ খেলেছেন বুমরাহ। ওভারপ্রতি ৭.৩০ করে রান দিয়ে উইকেট নিয়েছেন ১৬৫টি। ম্যাচটি পাঁচ ও চার উইকেট আছে দুইবার করে।