নিজস্ব প্রতিবেদক : সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মারুফা আকতারকে ‘অসদাচরণের’ অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে গত মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আকতারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগের যে আদেশ ২০১৭ সালের ১৯ অক্টোবর দেওয়া হয়েছিল, তা বাতিল করে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের আদেশে এর কারণ ব্যাখ্যা করা না হলেও আইনমন্ত্রী আনিসুল হকের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম লিখেছে, মারুফা আকতারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে ‘সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ব্যবহার করে অসদাচরণের’ কারণে।
এ বিষয়ে প্রশ্ন করলে মারুফা আকতার বলেন, “আমি কোনো অন্যায়ের সাথে আপস করি না। তবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিষয়ে যে সিদ্ধান্ত এসেছে, তা আমি মেনে নিয়েছি। কারও প্রতি আমার ক্ষোভ নেই।”
আইন কর্মকর্তার পদ খোয়ালেন মারুফা আকতার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ