নিজস্ব প্রতিবেদক: ঢাকার ভাটারা এলাকায় এক নারীকে আইনি সহায়তা দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই নারী ভাটারার নূরেরচালা এলাকার একটি বাসায় ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগে শনিবার (২২ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী বলেন, মামলার পর শাহরিয়ার কবির সজল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মামলায় ওই নারী অভিযোগ করেছেন, স্বামীর বিরুদ্ধে মামলা করতে সহায়তার কথা বলে তাকে বৃহস্পতিবার নূরেরচালা মৈত্রী সড়কের ভাড়া বাসায় ডেকে নিয়েছিলেন সজল। সেখানে সজল তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেন।
এসআই রিফাত বলেছেন, “ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।”
রোববার দুপুরে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) বিভাগে ওই নারীকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওসিসির সমন্বয়ক চিকিৎসক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, “সোমবার তার ফরেনসিকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”