ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

‘আইনজীবী’ হয়ে ওটিটিতে আসছেন ‘ওসি হারুন’!

  • আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: শেষ হতে চলেছে ২০২৩ সাল। এরমধ্যেই জানা গেল, নতুন সিরিজ নিয়ে আসছেন দেশের তারকা অভিনেতা মোশাররফ করিম। নাম ‘মোবাররকনামা’। নির্মাণ করেছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল। চলতি বছরের এপ্রিলে দর্শকনন্দিত সিরিজ ‘মহানগর’ এর দ্বিতীয় কিস্তিতে বাজিমাত করেন মোশাররফ। আশফাক নিপুন নির্মিত এই সিরিজে ওসি হারুন চরিত্রে নিজেকে যেন পুরোপুরি মেলে ধরেছেন অভিনেতা! জনসম্মুখে তাকে দেখলে কেউ কেউ এখন ‘ওসি হারুন’ নামেও ডাকতে শুরু করেন! এমন বাস্তবতায় বছর শেষে নতুন সিরিজ নিয়ে আসছেন এই তারকা। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ২১ ডিসেম্বর থেকে স্ট্রিমিং হবে ‘মোবারকনামা’। এরইমধ্যে এলো সিরিজটির ট্রেলার। যা প্রকাশের পর পাচ্ছে প্রশংসা। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে আইনজীবী মোশাররফ করিমকে দেখা গেছে!
একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতোটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসে। চরিত্রটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মোশাররফ নিজেও। বলেছেন, ‘এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক অন্যতম। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি।’ বেশ ক’মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছেন নির্মাতাও। সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘আইনজীবী’ হয়ে ওটিটিতে আসছেন ‘ওসি হারুন’!

আপডেট সময় : ১২:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: শেষ হতে চলেছে ২০২৩ সাল। এরমধ্যেই জানা গেল, নতুন সিরিজ নিয়ে আসছেন দেশের তারকা অভিনেতা মোশাররফ করিম। নাম ‘মোবাররকনামা’। নির্মাণ করেছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল। চলতি বছরের এপ্রিলে দর্শকনন্দিত সিরিজ ‘মহানগর’ এর দ্বিতীয় কিস্তিতে বাজিমাত করেন মোশাররফ। আশফাক নিপুন নির্মিত এই সিরিজে ওসি হারুন চরিত্রে নিজেকে যেন পুরোপুরি মেলে ধরেছেন অভিনেতা! জনসম্মুখে তাকে দেখলে কেউ কেউ এখন ‘ওসি হারুন’ নামেও ডাকতে শুরু করেন! এমন বাস্তবতায় বছর শেষে নতুন সিরিজ নিয়ে আসছেন এই তারকা। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ২১ ডিসেম্বর থেকে স্ট্রিমিং হবে ‘মোবারকনামা’। এরইমধ্যে এলো সিরিজটির ট্রেলার। যা প্রকাশের পর পাচ্ছে প্রশংসা। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে আইনজীবী মোশাররফ করিমকে দেখা গেছে!
একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতোটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসে। চরিত্রটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মোশাররফ নিজেও। বলেছেন, ‘এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক অন্যতম। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি।’ বেশ ক’মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছেন নির্মাতাও। সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।