ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেফতার

  • আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ-ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেফতার ১১ আসামিকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে কড়া নিরাপত্তা পাহারায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করা হয়। আদালতে তাদের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবু বকর সিদ্দিক তা মঞ্জুর করলে আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন-প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবীচরণ (৩৬)। গত ২৬ জানুয়ারি নগরের বান্ডেল সেবক কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে আইনজীবী হত্যায় মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে।

এসব ঘটনায় একটি হত্যাসহ সাতটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্রদল নেতার হাতে হেনস্তার শিকার কলেজছাত্রীর আত্মহত্যা

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি আরেক মামলায় গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় গ্রেফতার ১১ আসামিকে আরও এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে কড়া নিরাপত্তা পাহারায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করা হয়। আদালতে তাদের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবু বকর সিদ্দিক তা মঞ্জুর করলে আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন-প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) এবং দেবীচরণ (৩৬)। গত ২৬ জানুয়ারি নগরের বান্ডেল সেবক কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে আইনজীবী হত্যায় মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা আদালতপাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালান। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে।

এসব ঘটনায় একটি হত্যাসহ সাতটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি মামলা করেছে পুলিশ। নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।