বিনোদন ডেস্ক : টলিউডের বহুল আলোচিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় অভিনয় করছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। সিনেমাটি আলোচিত তো আছেই তার পাশাপাশি এর গানও দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন। খুব শিগগির শুটিং শুরু হবে ‘পুষ্পা-টু’ বা ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার। এই সিনেমার আইটেম গানে দেখা যাবে অভিনেত্রী কাজল আগরওয়ালকে। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইটেম গানে আল্লু অর্জুনের সঙ্গে কোমর দোলাবেন কাজল আগরওয়াল। সবকিছু ঠিক থাকলে এটি হবে কাজলের দ্বিতীয় আইটেম গান। ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং খুব শিগগির শুরু হবে। এতে অংশ নেবেন আল্লু অর্জুন ও অন্যরা। শোনা যাচ্ছে, প্রথম সিনেমার সাফল্যের পর দ্বিতীয়টিতে বড়সড়ো পরিবর্তন আনছেন পরিচালক সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যেও থাকবে দর্শকদের জন্য চমক। আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। এছাড়া ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে।