ঢাকা ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

আইজিপির সফরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আজাদুর রহমান, বগুড়া: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম গত রোববার বগুড়া সফর করেছেন। তবে সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় তার কর্মসূচি সম্পর্কে জানাতে না পেরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাতে বগুড়া জেলা পুলিশের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় আইজিপি মহোদয় শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম পরিদর্শন, পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।

আইজিপি বাহারুল আলম সকালে পুলিশ লাইনসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এরপর তিনি শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম ঘুরে দেখেন এবং থানার অফিসার, ফোর্স ও বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি থানার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

সফরের সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন স্থানীয় সাংবাদিক বলেন, আইজিপি মহোদয়ের মতো একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরের কর্মসূচিতে সাংবাদিকদের এড়িয়ে চলা দুঃখজনক। গণমাধ্যমকে এভাবে উপেক্ষা করা মুক্ত সাংবাদিকতার প্রতি অবজ্ঞা। শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারন সম্পাদক জানান, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সফরটি সীমিত পরিসরে, তাই গণমাধ্যমকে জানানো হয়নি।

রিয়াজ/সানা/আপ্র/০৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাঠ আর আগের মতো নেই: সারজিস

আইজিপির সফরে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৩১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

আজাদুর রহমান, বগুড়া: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম গত রোববার বগুড়া সফর করেছেন। তবে সাংবাদিকদের প্রবেশাধিকার না থাকায় তার কর্মসূচি সম্পর্কে জানাতে না পেরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। রাতে বগুড়া জেলা পুলিশের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় আইজিপি মহোদয় শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম পরিদর্শন, পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।

আইজিপি বাহারুল আলম সকালে পুলিশ লাইনসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এরপর তিনি শাজাহানপুর থানার সেবাধর্মী কার্যক্রম ঘুরে দেখেন এবং থানার অফিসার, ফোর্স ও বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি থানার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।

সফরের সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন স্থানীয় সাংবাদিক বলেন, আইজিপি মহোদয়ের মতো একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সফরের কর্মসূচিতে সাংবাদিকদের এড়িয়ে চলা দুঃখজনক। গণমাধ্যমকে এভাবে উপেক্ষা করা মুক্ত সাংবাদিকতার প্রতি অবজ্ঞা। শাজাহানপুর প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারন সম্পাদক জানান, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সফরটি সীমিত পরিসরে, তাই গণমাধ্যমকে জানানো হয়নি।

রিয়াজ/সানা/আপ্র/০৩/১১/২০২৫