আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় সিরিয়ার সরকারি সামরিক বাহিনীর অন্তত ৫ সদস্য নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ২০ সৈন্য।
গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সামরিক বাহিনীর একটি বাসে আইএসের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গতকাল সোমবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে রকেট হামলা চালিয়েছে আইএস। হামলায় সিরীয় ৫ সৈন্য নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই জঙ্গিগোষ্ঠী ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের কিছু অংশে নিজেদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। যদিও ২০১৯ সালে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সব ভূখ-ের দখল হারিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী।
তবে এ দুই দেশে প্রায়ই ছোট মাত্রার হামলা চালিয়ে আসছে ইসলামিক স্টেট।
আইএসের রকেট হামলায় সিরীয় ৫ সৈন্য নিহত, আহত ২০
জনপ্রিয় সংবাদ