ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আইএমএফের সঙ্গে শ্রীলঙ্কার আলোচনা ফের শুরু

  • আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

রয়টার্স : শ্রীলঙ্কার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য বেইলআউট নিয়ে তাদের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা ফের শুরু হয়েছে। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহুজাতিক দাতা সংস্থাটির সঙ্গে শ্রীলঙ্কার আলোচনা শুরু হয়েছিল এপ্রিলে, সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সময়ে। স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করতে আইএমএফের কাছ থেকে বর্ধিত তহবিল সুবিধা (ইইএফ) পাওয়ার আশা করছে দ্বীপদেশটির সরকার, এজন্য অবশ্য অর্থনৈতিক সংস্কারের বেশকিছু শর্ত মানতে হতে পারে তাদের। কয়েক মাস ধরে জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতিতে বিক্ষুব্ধ শ্রীলঙ্কানদের প্রবল বিক্ষোভের মুখে গোটাবায়া রাজাপাকসে পদচ্যুত হলে তার জায়গায় চলতি মাসের ১৩ তারিখ প্রেসিডেন্ট পদে বসেন রনিল বিক্রমাসিংহে। ছয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রনিল শ্রীলঙ্কার ঋণ পুনর্বিন্যাস করতে পারবেন বলেও আশা করছেন। আইএমএফের সঙ্গে আলোচনা অত্যন্ত সফল হয়েছে এবং শ্রীলঙ্কা ঋণদাতাদের সঙ্গে চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে, বলেছে দ্বীপদেশটির সরকার।
সোয়া দুই কোটি জনসংখ্যার দেশটি চলতি বছরের শুরুর দিকে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ঋণখেলাপি ঘোষিত হয়েছে; হাতে ডলার না থাকায় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতেও হিমশিম খাচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইএমএফের সঙ্গে শ্রীলঙ্কার আলোচনা ফের শুরু

আপডেট সময় : ০২:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২

রয়টার্স : শ্রীলঙ্কার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য বেইলআউট নিয়ে তাদের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা ফের শুরু হয়েছে। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বহুজাতিক দাতা সংস্থাটির সঙ্গে শ্রীলঙ্কার আলোচনা শুরু হয়েছিল এপ্রিলে, সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সময়ে। স্বাধীনতার পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট পার করতে আইএমএফের কাছ থেকে বর্ধিত তহবিল সুবিধা (ইইএফ) পাওয়ার আশা করছে দ্বীপদেশটির সরকার, এজন্য অবশ্য অর্থনৈতিক সংস্কারের বেশকিছু শর্ত মানতে হতে পারে তাদের। কয়েক মাস ধরে জ্বালানি, খাদ্য ও ওষুধের ঘাটতিতে বিক্ষুব্ধ শ্রীলঙ্কানদের প্রবল বিক্ষোভের মুখে গোটাবায়া রাজাপাকসে পদচ্যুত হলে তার জায়গায় চলতি মাসের ১৩ তারিখ প্রেসিডেন্ট পদে বসেন রনিল বিক্রমাসিংহে। ছয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা রনিল শ্রীলঙ্কার ঋণ পুনর্বিন্যাস করতে পারবেন বলেও আশা করছেন। আইএমএফের সঙ্গে আলোচনা অত্যন্ত সফল হয়েছে এবং শ্রীলঙ্কা ঋণদাতাদের সঙ্গে চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে উপদেষ্টাদের সঙ্গে কাজ করছে, বলেছে দ্বীপদেশটির সরকার।
সোয়া দুই কোটি জনসংখ্যার দেশটি চলতি বছরের শুরুর দিকে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে ঋণখেলাপি ঘোষিত হয়েছে; হাতে ডলার না থাকায় তারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতেও হিমশিম খাচ্ছে।