ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : বসন্ত সম্মেলনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের পুনঃমিলনী উদযাপন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে এ সম্মেলন উদযাপন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইইউবি।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষক-শিক্ষার্থীদের পুনঃমিলনীর এ অনুষ্ঠান উদ্বোধন করেন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান (ইনচার্জ) রাইসা রাশীকা। অনুষ্ঠানে একাডেমিক এবং গণযোগাযোগ শিল্পমাধ্যমের নানা ক্ষেত্রে অর্জনের স্বীকৃতিস্বরূপ পাঁচজন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। এছাড়া ২০২১ সালে অসলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি আয়োজিত ‘গ্লোবাল নিউজ স্ট্রিম’- প্রজেক্টের অধীনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করায় বিভাগের ৫৫ জন শিক্ষার্থীকেও পুরস্কার দেওয়া হয়।
এরপর বিভাগের চারজন প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে কীভাবে বিভাগের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করেছে, সে বিষয়ে আলোচনা করেন তারা। বর্তমান শিক্ষার্থীরা কীভাবে পেশাগত জীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে, সে বিষয়েও তারা দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
আইইউবিতে বসন্ত সম্মেলন উদযাপন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ