ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

অ-১৫ দলের বিরুদ্ধে ৪৯ রানে অল আউট জ্যোতিরা

  • আপডেট সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে আজ ছেলেদের অ-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে অল্পেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অ-১৫ ছেলেদের বিপক্ষে ২০.৪ ওভারে ৪৯ রানেই গুটিয়ে গেছে নারী লাল দল। নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা।

আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। ২২ বলে ১৮ রান করে অমিত কুমারের বলে শারমিন বোল্ড হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন লাল দলের ব্যাটাররা।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে চার উইকেটে ৩ রানে পরিণত হয়েছিলেন জ্যোতিরা।

অ-১৫ দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম নারী ক্রিকেটার হিসেবে লেজেন্ড মর্যাদা পেলেন বেলিন্ডা ক্লার্ক

অ-১৫ দলের বিরুদ্ধে ৪৯ রানে অল আউট জ্যোতিরা

আপডেট সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে নিজেরা দুই ভাগে ভাগ হয়ে ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল মিলিয়ে তিন দলের সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে আজ ছেলেদের অ-১৫ দলের মুখোমুখি হয়েছিল বিসিবি নারী লাল দল। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে অল্পেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

অ-১৫ ছেলেদের বিপক্ষে ২০.৪ ওভারে ৪৯ রানেই গুটিয়ে গেছে নারী লাল দল। নারী দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেছেন শারমিন সুলতানা।

আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিসিবি নারী লাল দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম ওভারেই ৪ রানে আউট হন ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন শারমিন সুলতানা ও সুমাইয়া আক্তার। ২২ বলে ১৮ রান করে অমিত কুমারের বলে শারমিন বোল্ড হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে যোগ দেন লাল দলের ব্যাটাররা।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন তিনে নামা সুমাইয়া। শারমিন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। অধিনায়ক জ্যোতি ১৪ বল খেলে ১ রান করেন। শেষ চার রান যোগ করতেই লাল দল ৫ উইকেট হারায়। এর আগে এক উইকেটে ৩১ রান থেকে চার উইকেটে ৩ রানে পরিণত হয়েছিলেন জ্যোতিরা।

অ-১৫ দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। দুজনেই সমান তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া অমিত দুটি ও মাহিন হোসাইন আলিফ একটি উইকেট নেন। চলমান সিরিজে মুখোমুখি প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অ-১৫ দল।

এসি/