ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

অ্যাশেজের জন্য কোয়ারেন্টাইন বিধিনিষেধ শিথিল করছে অস্ট্রেলিয়া!

  • আপডেট সময় : ১০:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পরিকল্পিত সূচি অনুযায়ী এই শীতে অ্যাশেজ হওয়ার আভাস মিলছে। ইংল্যান্ড খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পরিবারের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে। এই সফরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা এই সপ্তাহেই দিতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী টেস্ট প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি এই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়। খেলোয়াড়রা অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে যেতে পারবেন কি না বা যেতে পারলেও কিভাবে তাদের যতœআত্তি করা হবে, তা নিয়ে ছিল ঘোর সংশয়।
ইংল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েক দফা এই বিষয়টি নিয়ে আলোচনা করে। শুক্রবার একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের খেলোয়াড় ও স্টাফদের পরিবার তাদের সঙ্গে যাবে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের ইয়ারা ভ্যালি রিসোর্টে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। যতদূর জানা গেছে, কাউকেই রুমবন্দি হয়ে থাকতে হবে না। নভেম্বরের মাঝামাঝিতেই অস্ট্রেলিয়ায় যাওয়া যে কারও জন্য কোয়ারেন্টাইন ১৪ দিনের পরিবর্তে কমিয়ে ৭ দিনের করা হবে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, তাদের সরকার অ্যাশেজ আয়োজনের পক্ষে। এজন্য সবসময় ‘নমনীয় ও বাস্তববাদী’ মনোভাব ধারণ করেছে। এখন এই সিরিজের ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ডের হাতে।
৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া এই পাঁচ টেস্টের সিরিজ থেকে ২০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয় করতে যাচ্ছে ব্রডকাস্ট, স্পন্সরশিপ ও টিকেটিংয়ের মাধ্যমে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যাশেজের জন্য কোয়ারেন্টাইন বিধিনিষেধ শিথিল করছে অস্ট্রেলিয়া!

আপডেট সময় : ১০:৪০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : পরিকল্পিত সূচি অনুযায়ী এই শীতে অ্যাশেজ হওয়ার আভাস মিলছে। ইংল্যান্ড খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পরিবারের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে। এই সফরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা এই সপ্তাহেই দিতে যাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ডিসেম্বরে শুরু হয়ে জানুয়ারিতে শেষ হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী টেস্ট প্রতিদ্বন্দ্বিতা। সম্প্রতি এই সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়। খেলোয়াড়রা অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে যেতে পারবেন কি না বা যেতে পারলেও কিভাবে তাদের যতœআত্তি করা হবে, তা নিয়ে ছিল ঘোর সংশয়।
ইংল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েক দফা এই বিষয়টি নিয়ে আলোচনা করে। শুক্রবার একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের খেলোয়াড় ও স্টাফদের পরিবার তাদের সঙ্গে যাবে অস্ট্রেলিয়ায়। মেলবোর্নের ইয়ারা ভ্যালি রিসোর্টে তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। যতদূর জানা গেছে, কাউকেই রুমবন্দি হয়ে থাকতে হবে না। নভেম্বরের মাঝামাঝিতেই অস্ট্রেলিয়ায় যাওয়া যে কারও জন্য কোয়ারেন্টাইন ১৪ দিনের পরিবর্তে কমিয়ে ৭ দিনের করা হবে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, তাদের সরকার অ্যাশেজ আয়োজনের পক্ষে। এজন্য সবসময় ‘নমনীয় ও বাস্তববাদী’ মনোভাব ধারণ করেছে। এখন এই সিরিজের ভাগ্য ঝুলে আছে ইংল্যান্ডের হাতে।
৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হতে যাওয়া এই পাঁচ টেস্টের সিরিজ থেকে ২০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয় করতে যাচ্ছে ব্রডকাস্ট, স্পন্সরশিপ ও টিকেটিংয়ের মাধ্যমে।