ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

‘অ্যালেন স্বপন’ এবার কমিক বইয়ের পাতায়

  • আপডেট সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘সিন্ডিকেটের’ সিকুয়েল ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নামের যে সিরিজটি চরকিতে মুক্তি পেয়েছিল সেটির প্রধান চরিত্রকে এবার পাওয়া যাচ্ছে কমিক্সের পাতায়। ‘অ্যালেন স্বপন’ নামের চরিত্রটি নিয়ে একুশের বইমেলায় এসেছে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’। কমিক্স বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ঢাকা কমিক্সে, যেটির স্টল নম্বর ৯৪৯-৯৫০। বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, ঢাকা কমিক্সের স্টলে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ কমিকস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান। আরো ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হকসহ অনেকে। সিরিজের গল্প অবলম্বনে কমিকস বইটি লেখা হলেও তাতে ৫টি ভিন্ন ও মৌলিক গল্প আছে। যার মধ্যে ’স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু, শেখ কোরাশানী লিখেছেন ’ডোম’, ’মানসাঙ্ক’ ও ’ফাঁদ’ নামের গল্প। আর ’পেঁয়াজু’ গল্পটি লিখেছেন এই দুজন মিলে। বইয়ের পাঁচটি গল্পের ছবি এঁকেছেন মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)। পর্দার একটি চরিত্রকে ঘিরে বই লেখার ঘটনায় উচ্ছ্বসিত হয়ে চরকির রেদওয়ান রনি বলেন, “পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অনুভব করছি। আশা করছি পর্দার প্রিয় চরিত্রটি পাঠকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।” ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক বলেন, “’ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ আমাদের জন্য দারুণ একটা প্রজেক্ট ছিল। আমাদের জানামতে কোনো ওটিটি সিরিজ থেকে কমিকস এডাপ্টেশন দেশে এটাই প্রথম। এতে তরুণ ৪ জন আঁকিয়ে দারুণ কাজ করেছে।”

শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে স্পিন অব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পায় ২০২৩ সালের এপ্রিলে। চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার গল্প নিয়ে সাত পর্বের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ আউরে চরিত্রটি দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেন নাসির উদ্দিন খান। এই সিরিজটি দিয়েই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেতা। সিরিজে আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘অ্যালেন স্বপন’ এবার কমিক বইয়ের পাতায়

আপডেট সময় : ০৫:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ‘সিন্ডিকেটের’ সিকুয়েল ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ নামের যে সিরিজটি চরকিতে মুক্তি পেয়েছিল সেটির প্রধান চরিত্রকে এবার পাওয়া যাচ্ছে কমিক্সের পাতায়। ‘অ্যালেন স্বপন’ নামের চরিত্রটি নিয়ে একুশের বইমেলায় এসেছে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’। কমিক্স বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ঢাকা কমিক্সে, যেটির স্টল নম্বর ৯৪৯-৯৫০। বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি জানিয়েছে, ঢাকা কমিক্সের স্টলে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ কমিকস বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খান। আরো ছিলেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হকসহ অনেকে। সিরিজের গল্প অবলম্বনে কমিকস বইটি লেখা হলেও তাতে ৫টি ভিন্ন ও মৌলিক গল্প আছে। যার মধ্যে ’স্কন্ধকাটা’ গল্পটি লিখেছেন জাহিদুল হক অপু, শেখ কোরাশানী লিখেছেন ’ডোম’, ’মানসাঙ্ক’ ও ’ফাঁদ’ নামের গল্প। আর ’পেঁয়াজু’ গল্পটি লিখেছেন এই দুজন মিলে। বইয়ের পাঁচটি গল্পের ছবি এঁকেছেন মেহেদী হক (ডোম), কাজী মারুফ (স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু) এবং মেহেরাব সিদ্দিকী সাবিত (ফাঁদ)। পর্দার একটি চরিত্রকে ঘিরে বই লেখার ঘটনায় উচ্ছ্বসিত হয়ে চরকির রেদওয়ান রনি বলেন, “পাঠকদের জন্য কাজের আনন্দটা এবার অনুভব করছি। আশা করছি পর্দার প্রিয় চরিত্রটি পাঠকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।” ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক বলেন, “’ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ আমাদের জন্য দারুণ একটা প্রজেক্ট ছিল। আমাদের জানামতে কোনো ওটিটি সিরিজ থেকে কমিকস এডাপ্টেশন দেশে এটাই প্রথম। এতে তরুণ ৪ জন আঁকিয়ে দারুণ কাজ করেছে।”

শিহাব শাহীন ও রবিউল আলম রবির গল্পে স্পিন অব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ মুক্তি পায় ২০২৩ সালের এপ্রিলে। চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার গল্প নিয়ে সাত পর্বের সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার বেশ কিছু সংলাপ আউরে চরিত্রটি দিয়ে দর্শকপ্রিয় হয়ে উঠেন নাসির উদ্দিন খান। এই সিরিজটি দিয়েই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় শুরু করেন এই অভিনেতা। সিরিজে আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ আরও অনেকে।