ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া

  • আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত সংগঠন ঘোষণা করেছে রাশিয়া। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রসিকিউটর জেনারেলস অফিস এই ঘোষণা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৬১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাবন্দি ব্যক্তিদের ‘বিবেকের বন্দি’ হিসেবে চিহ্নিত করে থাকে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টির সদর দফতর বৈশ্বিক রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র এবং এই সংস্থা ইউক্রেনের পক্ষে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধরত। রাশিয়ার ‘অবাঞ্ছিত সংগঠন’ আইনের আওতায়, কোনো রুশ নাগরিক যদি এই তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে কাজ করেন বা তাদের অর্থায়ন করেন, তবে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ায় আগেও আন্তর্জাতিক সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতীতে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী রাজনীতিকদের ওপর দমন-পীড়ন নিয়ে একাধিকবার রাশিয়ার সমালোচনা করেছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত ঘোষণা করলো রাশিয়া

আপডেট সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে অবাঞ্ছিত সংগঠন ঘোষণা করেছে রাশিয়া। সোমবার (১৯ মে) রাশিয়ার প্রসিকিউটর জেনারেলস অফিস এই ঘোষণা দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৬১ সালে লন্ডনে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করে এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য কারাবন্দি ব্যক্তিদের ‘বিবেকের বন্দি’ হিসেবে চিহ্নিত করে থাকে।

রুশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, লন্ডনে অবস্থিত অ্যামনেস্টির সদর দফতর বৈশ্বিক রাশিয়াবিরোধী প্রকল্প তৈরির কেন্দ্র এবং এই সংস্থা ইউক্রেনের পক্ষে কাজ করে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া বর্তমানে যুদ্ধরত। রাশিয়ার ‘অবাঞ্ছিত সংগঠন’ আইনের আওতায়, কোনো রুশ নাগরিক যদি এই তালিকাভুক্ত সংগঠনের সঙ্গে কাজ করেন বা তাদের অর্থায়ন করেন, তবে তার পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ায় আগেও আন্তর্জাতিক সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অতীতে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার অভ্যন্তরে মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং বিরোধী রাজনীতিকদের ওপর দমন-পীড়ন নিয়ে একাধিকবার রাশিয়ার সমালোচনা করেছিল।