ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

অ্যাপ শিল্প কত বড় হবে?

  • আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে অ্যাপ শিল্পের বিস্তৃতি বেড়েই চলেছে। ২০২১ সালে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম মিলে রেকর্ড পরিমাণ অ্যাপ ডাউনলোড হয়েছে। পাশাপাশি অ্যাপ খাতে খরচও বাড়িয়েছেন ব্যবহারকারীরা। বছর শেষে সর্বশেষ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি বলছে, অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোরে বৈশ্বিক ব্যয় বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌছেছে। থার্ড পার্টি অ্যাপ স্টোরের হিসাব যুক্ত হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। ২০২০ সালের চেয়ে ২০২১ সালে অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ বিলিয়নেরও বেশি। সব মিলিয়ে ২০২১ সালে ১৪০ বিলিয়ন অ্যাপ ইনস্টল করেছেন ব্যবহারকারীরা।
অ্যাপ শুধু অলস সময় ব্যয় করার মাধ্যম নয়, বরং এটি বিশাল এক ব্যবসার ক্ষেত্রও। ২০১৯ সালে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ছিল ৫৪৪ বিলিয়ন ডলারের যা অন্য প্রতিষ্ঠানগুলোর (যারা মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ তৈরি করে না) চেয়ে সাড়ে ৬ গুণ বেশি। এ কারণে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্যহারে।
সূত্র: টেকক্রাঞ্চ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যাপ শিল্প কত বড় হবে?

আপডেট সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

প্রযুক্তি ডেস্ক : বিশ্বজুড়ে অ্যাপ শিল্পের বিস্তৃতি বেড়েই চলেছে। ২০২১ সালে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম মিলে রেকর্ড পরিমাণ অ্যাপ ডাউনলোড হয়েছে। পাশাপাশি অ্যাপ খাতে খরচও বাড়িয়েছেন ব্যবহারকারীরা। বছর শেষে সর্বশেষ এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি বলছে, অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোরে বৈশ্বিক ব্যয় বেড়ে ১৩৫ বিলিয়ন ডলারে পৌছেছে। থার্ড পার্টি অ্যাপ স্টোরের হিসাব যুক্ত হলে এই অর্থের পরিমাণ আরও বাড়বে। ২০২০ সালের চেয়ে ২০২১ সালে অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ বিলিয়নেরও বেশি। সব মিলিয়ে ২০২১ সালে ১৪০ বিলিয়ন অ্যাপ ইনস্টল করেছেন ব্যবহারকারীরা।
অ্যাপ শুধু অলস সময় ব্যয় করার মাধ্যম নয়, বরং এটি বিশাল এক ব্যবসার ক্ষেত্রও। ২০১৯ সালে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ছিল ৫৪৪ বিলিয়ন ডলারের যা অন্য প্রতিষ্ঠানগুলোর (যারা মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ তৈরি করে না) চেয়ে সাড়ে ৬ গুণ বেশি। এ কারণে মোবাইল ফোনকে কেন্দ্র করে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বাড়ছে উল্লেখযোগ্যহারে।
সূত্র: টেকক্রাঞ্চ