ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

অ্যাপল-গুগলের মোবাইল সাম্রাজ্যের তদন্ত শুরু যুক্তরাজ্যের

  • আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাপল ও গুগলের একচেটিয়া মোবাইল সাম্রাজ্য নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।
টেক জায়ান্টরা যুক্তরাজ্যের কঠোর এই নতুন ডিজিটাল প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থাটি এ তদন্ত শুরু করে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ বা সিএমএ জানিয়েছে, অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর ও স্মার্টফোনভিত্তিক ব্রাউজার’সহ নিজ নিজ মোবাইলের বাজারে কোম্পানিগুলো একচেটিয়া অবস্থান ধরে রাখার প্রবণতায় রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই দুই মার্কিন টেক জায়ান্টের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত শুরু করছে তারা।

সিএমএ বলেছে, যারা মোবাইল ডিভাইস ব্যবহার করেন ও হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভাবনী সেবা বা এসব ডিভাইসের জন্য অ্যাপ বা কনটেন্ট বানাচ্ছে তাদের ওপর এর কী প্রভাব পড়বে তা” এ তদন্তের আওতায় আসবে।

সিএনবিসিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, অ্যাপল এমন এক সমৃদ্ধ ও গতিশীল বাজারে বিশ্বাস কওে; যেখানে উদ্ভাবন বিকাশ লাভ করতে পারে। আমরা যেসব দেশে কাজ করি সেখানকার প্রতিটি বিভাগে ও বিচারব্যবস্থায় প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সবসময়ের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীদের আস্থা। কেবল যুক্তরাজ্যেই লাখ লাখ কর্মসংস্থান তৈরি করেছে আইওএস অ্যাপ অর্থনীতি, যেখানে ছোট ও বড় সব ধরনের ডেভেলপার এক বিশ্বস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে। তদন্তের বিষয়ে সিএমএর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংস্থাটির সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকব।
এ বিষয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পায়নি সিএনবিসি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যাপল-গুগলের মোবাইল সাম্রাজ্যের তদন্ত শুরু যুক্তরাজ্যের

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অ্যাপল ও গুগলের একচেটিয়া মোবাইল সাম্রাজ্য নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।
টেক জায়ান্টরা যুক্তরাজ্যের কঠোর এই নতুন ডিজিটাল প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থাটি এ তদন্ত শুরু করে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ বা সিএমএ জানিয়েছে, অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর ও স্মার্টফোনভিত্তিক ব্রাউজার’সহ নিজ নিজ মোবাইলের বাজারে কোম্পানিগুলো একচেটিয়া অবস্থান ধরে রাখার প্রবণতায় রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই দুই মার্কিন টেক জায়ান্টের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত শুরু করছে তারা।

সিএমএ বলেছে, যারা মোবাইল ডিভাইস ব্যবহার করেন ও হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভাবনী সেবা বা এসব ডিভাইসের জন্য অ্যাপ বা কনটেন্ট বানাচ্ছে তাদের ওপর এর কী প্রভাব পড়বে তা” এ তদন্তের আওতায় আসবে।

সিএনবিসিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছেন, অ্যাপল এমন এক সমৃদ্ধ ও গতিশীল বাজারে বিশ্বাস কওে; যেখানে উদ্ভাবন বিকাশ লাভ করতে পারে। আমরা যেসব দেশে কাজ করি সেখানকার প্রতিটি বিভাগে ও বিচারব্যবস্থায় প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সবসময়ের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীদের আস্থা। কেবল যুক্তরাজ্যেই লাখ লাখ কর্মসংস্থান তৈরি করেছে আইওএস অ্যাপ অর্থনীতি, যেখানে ছোট ও বড় সব ধরনের ডেভেলপার এক বিশ্বস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে। তদন্তের বিষয়ে সিএমএর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংস্থাটির সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকব।
এ বিষয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পায়নি সিএনবিসি।