ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

অ্যানিমেল’কেও টেক্কা দিচ্ছে ‘লাপাতা লেডিস’

  • আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘লাপাতা লেডিস’ দিয়ে প্রায় এক যুগ পর সিনেমা পরিচালনায় ফিরেছেন কিরণ রাও। আর ফিরেই একের পর এক বাজিমাত করছেন তিনি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল, তার থেকে বহুগুণে সফল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ইতোপূর্বেই বিগ বাজেটের তারকা বহুল বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০ এর তালিকায় স্থান দখল করে নিয়েছে স্বল্প বাজেটের এই ছবি। আর এবার নেটফ্লিক্সে মুক্তির মাত্র ৩ সপ্তাহের (প্রায় ১ মাসের) মাঝে ১ কোটি ৩৮ লাখ ভিউ পেয়ে বিগ বাজেটের ছবি ‘অ্যানিমেল’কে টেক্কা দিলো ‘লাপাতা লেডিস’। সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তির তিন সপ্তাহে পেয়েছিল ১ কোটি ৩৬ লাখ ভিউ। সেক্ষেত্রে ‘অ্যানিমেল’র তুলনায় ‘লাপাতা লেডিস’র ভিউ বেশি।
তবে প্রেক্ষাগৃহে বক্স অফিস আয়ের দিক থেকে ‘লাপাতা লেডিস’র তুলনায় কয়েক গুণ এগিয়ে ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৯১৮ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমা। অন্যদিকে ‘লাপাতা লেডিস’ এ নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে থাকা নায়িকারা। এমনকি খুব পরিচিত তারকাও নেই। দু-একজন ছাড়া সবাই অচেনা, নতুন। ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অ্যানিমেল’কেও টেক্কা দিচ্ছে ‘লাপাতা লেডিস’

আপডেট সময় : ১২:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

বিনোদন ডেস্ক: ‘লাপাতা লেডিস’ দিয়ে প্রায় এক যুগ পর সিনেমা পরিচালনায় ফিরেছেন কিরণ রাও। আর ফিরেই একের পর এক বাজিমাত করছেন তিনি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে যত না সাড়া ফেলেছিল, তার থেকে বহুগুণে সফল ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে। ইতোপূর্বেই বিগ বাজেটের তারকা বহুল বেশ কিছু ছবিকে টেক্কা দিয়ে নেটফ্লিক্স ট্রেন্ডিংয়ের সেরা ১০ এর তালিকায় স্থান দখল করে নিয়েছে স্বল্প বাজেটের এই ছবি। আর এবার নেটফ্লিক্সে মুক্তির মাত্র ৩ সপ্তাহের (প্রায় ১ মাসের) মাঝে ১ কোটি ৩৮ লাখ ভিউ পেয়ে বিগ বাজেটের ছবি ‘অ্যানিমেল’কে টেক্কা দিলো ‘লাপাতা লেডিস’। সন্দীপ রেড্ডি ভাঙার ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তির তিন সপ্তাহে পেয়েছিল ১ কোটি ৩৬ লাখ ভিউ। সেক্ষেত্রে ‘অ্যানিমেল’র তুলনায় ‘লাপাতা লেডিস’র ভিউ বেশি।
তবে প্রেক্ষাগৃহে বক্স অফিস আয়ের দিক থেকে ‘লাপাতা লেডিস’র তুলনায় কয়েক গুণ এগিয়ে ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৯১৮ কোটি রুপি আয় করেছে রণবীর কাপুর অভিনীত এই সিনেমা। অন্যদিকে ‘লাপাতা লেডিস’ এ নেই শহুরে জাঁকজমক কিংবা নেই চড়া মেকআপের আস্তরণে ঢেকে থাকা নায়িকারা। এমনকি খুব পরিচিত তারকাও নেই। দু-একজন ছাড়া সবাই অচেনা, নতুন। ছবিটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না ও স্পর্শ শ্রীবাস্তব। অভিনয় করেছেন রবি কিষাণও।