ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

অ্যানিমাল’ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, জানাল সেন্সর বোর্ড

  • আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সেন্সর ছাড়পত্র পেয়েছে রাণবীর কাপুর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমায় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। বুধবার মুক্তির দিনক্ষণ জানিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমার ‘এ’ সার্টিফিকেট পাওয়া বিষয়টি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন নির্মাতা। সেখানেই জানা গেছে, সিনেমার ব্যাপ্তি ৩ ঘণ্টা ২১ মিনিট। বিশ্লেষক হিমেশ মানকদ সোশাল মিডিয়ায় লিখেছেন, “এ সার্টিফিকেট দেওয়া হয়েছে ‘অ্যানিমাল’কে। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রাণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিমাল’। বৃহস্পতিবার মুক্তি পাবে ট্রেইলার।”
সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত করেছে ‘অ্যানিমাল’। গত সপ্তাহে সিনেমার ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এই আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে দেখানো হয়; যা দেখে অভিভুত হয়ে পড়েন ভক্তরা। ইতোমধ্যে ‘অ্যানিমাল’-এর টিজার শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়। সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পাশাপাশি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রথম হিন্দি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মোট ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগে যুক্তরাষ্ট্রের ৮৫০টি হলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমাল’। এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। খল চরিত্রে রয়েছেন ববি দেওল। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অ্যানিমাল’ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, জানাল সেন্সর বোর্ড

আপডেট সময় : ১২:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক: সেন্সর ছাড়পত্র পেয়েছে রাণবীর কাপুর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমায় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। বুধবার মুক্তির দিনক্ষণ জানিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমার ‘এ’ সার্টিফিকেট পাওয়া বিষয়টি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন নির্মাতা। সেখানেই জানা গেছে, সিনেমার ব্যাপ্তি ৩ ঘণ্টা ২১ মিনিট। বিশ্লেষক হিমেশ মানকদ সোশাল মিডিয়ায় লিখেছেন, “এ সার্টিফিকেট দেওয়া হয়েছে ‘অ্যানিমাল’কে। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রাণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিমাল’। বৃহস্পতিবার মুক্তি পাবে ট্রেইলার।”
সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত করেছে ‘অ্যানিমাল’। গত সপ্তাহে সিনেমার ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এই আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে দেখানো হয়; যা দেখে অভিভুত হয়ে পড়েন ভক্তরা। ইতোমধ্যে ‘অ্যানিমাল’-এর টিজার শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়। সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পাশাপাশি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রথম হিন্দি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মোট ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগে যুক্তরাষ্ট্রের ৮৫০টি হলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমাল’। এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। খল চরিত্রে রয়েছেন ববি দেওল। ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’।