ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

অস্বাস্থ্যকর পরিবেশ, ৪৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি এবং কেক উৎপাদন ও বিক্রি করায় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছীর মিলন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ওই এলাকার রিফাত বেকারিকে ৩ হাজার টাকা, পাটিয়াকান্দি বাজারের ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা এবং জোতকার্ত্তিকের ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অস্বাস্থ্যকর পরিবেশ, ৪৩ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর চারঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাজারজাত করায় চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি এবং কেক উৎপাদন ও বিক্রি করায় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় নন্দনগাছীর মিলন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে ওই এলাকার রিফাত বেকারিকে ৩ হাজার টাকা, পাটিয়াকান্দি বাজারের ভাই ভাই বেকারিকে ১০ হাজার টাকা এবং জোতকার্ত্তিকের ইয়াসিন বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।