ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

অস্ত্র আইনের বিলে সই করলেন বাইডেন

  • আপডেট সময় : ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র আইন বিলে সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ছিলেন ফাস্ট লেডি জিল বাইডেন
যুক্তরাষ্ট্রে অস্ত্র বিলে সই করে সেটিকে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি বিল পাস হয়েছিল।
গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স। নতুন বিলটিতে প্রেসিডেন্ট সই করায় গত ৩০ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে নতুন আইন পেল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ঈশ্বরের ইচ্ছা থাকলে নতুন এ আইনের মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে।’
বিবিসি জানায়, নতুন এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করার কথা বলা হয়েছে। এতে কেউ হুমকি হিসাবে বিবেচিত হলে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়ার জন্য অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করা যাবে। মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনার পর কংগ্রেস চলতি সপ্তাহে আইনটি অনুমোদন করে।
প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় মোট ৩১ জন নিহত হন।
হামলার এসব ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক আইন কঠোর করার দাবি জানাতে শুরু করেন দেশটির বাসিন্দারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অস্ত্র আইনের বিলে সই করলেন বাইডেন

আপডেট সময় : ০৮:৫৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র আইন বিলে সই করার সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ছিলেন ফাস্ট লেডি জিল বাইডেন
যুক্তরাষ্ট্রে অস্ত্র বিলে সই করে সেটিকে আইনে পরিণত করলেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার রাশ টানতে কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে একটি বিল পাস হয়েছিল।
গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি ও রয়টার্স। নতুন বিলটিতে প্রেসিডেন্ট সই করায় গত ৩০ বছরের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে নতুন আইন পেল যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ঈশ্বরের ইচ্ছা থাকলে নতুন এ আইনের মাধ্যমে অনেক মানুষের জীবন বাঁচবে।’
বিবিসি জানায়, নতুন এই আইনে ২১ বছরের কম বয়সী বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড কঠোরভাবে যাচাই করার কথা বলা হয়েছে। এতে কেউ হুমকি হিসাবে বিবেচিত হলে তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে নেওয়ার জন্য অঙ্গরাজ্যগুলোকে উৎসাহিত করা যাবে। মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনার পর কংগ্রেস চলতি সপ্তাহে আইনটি অনুমোদন করে।
প্রসঙ্গত, গত মাসে নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে এবং টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় মোট ৩১ জন নিহত হন।
হামলার এসব ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে বন্দুক আইন কঠোর করার দাবি জানাতে শুরু করেন দেশটির বাসিন্দারা।