ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অস্ত্রোপচার হয়েছে সাইফের

  • আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরে হাঁটু ও কাঁধের সমস্যায় ভুগছিলেন বলিউডের নবাবপুত্তুর সাইফ আলী খান। সেই ব্যথা নিরাময়ে অবশেষে অপারেশন টেবিলে যেতে হয়েছে এই নায়ককে। এনডিটিভি বলছে, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে সোমবার। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এই অভিনেতার কাঁধে আর হাঁটুতে সামান্য চিড় ধরেছিল। কিন্তু ওই সামান্য চিড়ই ভোগাচ্ছিল তাকে। অনেকদিন ধরে চিকিৎসা চলেছে। কিন্তু ব্যথা না কমায় চিকিৎসকরা শেষমেশ অস্ত্রোপচারকেই সমাধান রাস্তা হিসেবে বেছে নেন। ইনস্টাগ্রামের স্টোরিতে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে সাইফ বলেন, “আমি এখন হাসপাতালে থাকলেও ভালো আছি। আমার প্রতি যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আপনারা প্রকাশ করেছেন তাতে আমি কৃতজ্ঞ।” সাইফ কাঁধ ও হাঁটুতে চোট পান শুটিং করার সময়ে। এর আগেও হিন্দি সিনেমার এই নায়ক শুটিং স্পটে আহত হয়েছেন। ‘রঙ্গুন’ সিনেমার শুটিংয়ের সময় সাইফের হাত আঙুলে এতটাই গুরুতর আঘাত লেগেছিল যে দেরি না করে সে সময় দ্রুত অস্ত্রোপচার করাতে হয়েছিল। ৫৩ বছর বয়সী সাইফের শেষ সিনেমা ‘আদিপুরুষ’, যেখানে রাবণ চরিত্র করে বিতর্কিত হন তিনি। এছাড়া আগামীতে অ্যাকশনধর্মী সিনেমা ‘দেবরা’তে তাকে দেখা যাবে। এছাড়া ‘গো গোয়া গন’ সিনেমাতেও সাইফকে দেখা যাবে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অস্ত্রোপচার হয়েছে সাইফের

আপডেট সময় : ১২:৩১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরে হাঁটু ও কাঁধের সমস্যায় ভুগছিলেন বলিউডের নবাবপুত্তুর সাইফ আলী খান। সেই ব্যথা নিরাময়ে অবশেষে অপারেশন টেবিলে যেতে হয়েছে এই নায়ককে। এনডিটিভি বলছে, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে সোমবার। মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এই অভিনেতার কাঁধে আর হাঁটুতে সামান্য চিড় ধরেছিল। কিন্তু ওই সামান্য চিড়ই ভোগাচ্ছিল তাকে। অনেকদিন ধরে চিকিৎসা চলেছে। কিন্তু ব্যথা না কমায় চিকিৎসকরা শেষমেশ অস্ত্রোপচারকেই সমাধান রাস্তা হিসেবে বেছে নেন। ইনস্টাগ্রামের স্টোরিতে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে সাইফ বলেন, “আমি এখন হাসপাতালে থাকলেও ভালো আছি। আমার প্রতি যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আপনারা প্রকাশ করেছেন তাতে আমি কৃতজ্ঞ।” সাইফ কাঁধ ও হাঁটুতে চোট পান শুটিং করার সময়ে। এর আগেও হিন্দি সিনেমার এই নায়ক শুটিং স্পটে আহত হয়েছেন। ‘রঙ্গুন’ সিনেমার শুটিংয়ের সময় সাইফের হাত আঙুলে এতটাই গুরুতর আঘাত লেগেছিল যে দেরি না করে সে সময় দ্রুত অস্ত্রোপচার করাতে হয়েছিল। ৫৩ বছর বয়সী সাইফের শেষ সিনেমা ‘আদিপুরুষ’, যেখানে রাবণ চরিত্র করে বিতর্কিত হন তিনি। এছাড়া আগামীতে অ্যাকশনধর্মী সিনেমা ‘দেবরা’তে তাকে দেখা যাবে। এছাড়া ‘গো গোয়া গন’ সিনেমাতেও সাইফকে দেখা যাবে।