রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ী জেলার চাঞ্চল্যকর আরিফুল ইসলাম রকি (২৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, পাঁচটি খালি কার্তুজ ও দুইটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার দুইজন হলেন- রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর গ্রামের নাজিমদ্দিন শেখের ছেলে রাকিব শেখ (৩৪) ও কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়ামিন আলী (২২)। শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদরের খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের সামনে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ সুপার শাকিলুজ্জামান জানান, যুবকের হাতের কবজি কাটা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রকি হত্যাকা- হতে পারে।