কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ নিজ ঘরে আটক হয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম। আটক ব্যক্তি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলী। তিনি ইউনিয়নের সফুল্লাকান্দি এলাকার সেলিম মিয়ার ছেলে। ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, ‘তার বাড়িতে অভিযান চালিয়ে দা, ছেনি, ছুরিসহ ৭-৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’