ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়া শিবিরে চোটের ছোবল, হাসপাতালে জস ইংলিস

  • আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি। তারপরও ভাগ্য সুপ্রসন্ন হলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারতো জস ইংলিসের। কিন্তু ক্রিকেটের অভিযানে নামার আগে গলফ খেলতে গিয়ে বাধিয়েছেন বিপত্তি; কেটে গেছে হাত। ফলে এখন তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইংলিসের চোটের খবর প্রথম দেয় সিডনি মর্নিং হেরাল্ড। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানান, গলফ ক্লাবের আঘাতে এই কিপার-ব্যাটসম্যানের ডান হাতে কেটে গেছে এবং বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
চোটের অবস্থা কতটা গুরুতর, সেরে উঠতে কতটা সময় লাগবে-এসব কিছুই এখনও জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত এই সংস্করণে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশে অবশ্য এমনিতে তার সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা আগেই থেকেই নেই, যদি না মূল উইকেটকিপার ম্যাথু ওয়েড চোট পান অথবা কনকাশন বদলির দরকার পড়ে। ইংলিসের চোট গুরুতর হলে আইসিসির অনুমোদন সাপেক্ষে ১৫ সদস্যের দলে তার বদলি নিতে পারবে অস্ট্রেলিয়া। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন ইংলিস। এবারের আসরের ‘প্রস্তুতিপর্বে’ কেবল তিনটি ম্যাচে খেলেছেন তিনি; ভারত সফরে দুটি এবং গত সোমবার ওই দলের বিপক্ষে টুর্নামেন্টের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি; রান করেছেন ১৪১.০২ গড়ে। ওয়েড অবসর নিলে তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে ২৭ বছর বয়সি এই ক্রিকেটারকে। এবারের বিশ্বকাপ ঘিরে গলফ খেলতে গিয়ে কোনো ক্রিকেটারের বিপাকে পড়ার ঘটনা এই প্রথম নয়। ইংল্যান্ড যেদিন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে, সেদিনই গলফ খেলতে গিয়ে বেকায়দায় পিছলে পড়ে অ্যাঙ্কেলে মারাত্মক আঘাত পান অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাতে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়া শিবিরে চোটের ছোবল, হাসপাতালে জস ইংলিস

আপডেট সময় : ০১:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : জাতীয় দলে এখনও জায়গা পাকা হয়নি। তারপরও ভাগ্য সুপ্রসন্ন হলে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারতো জস ইংলিসের। কিন্তু ক্রিকেটের অভিযানে নামার আগে গলফ খেলতে গিয়ে বাধিয়েছেন বিপত্তি; কেটে গেছে হাত। ফলে এখন তার বিশ্বকাপ দলে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইংলিসের চোটের খবর প্রথম দেয় সিডনি মর্নিং হেরাল্ড। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানান, গলফ ক্লাবের আঘাতে এই কিপার-ব্যাটসম্যানের ডান হাতে কেটে গেছে এবং বুধবার বিকালে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
চোটের অবস্থা কতটা গুরুতর, সেরে উঠতে কতটা সময় লাগবে-এসব কিছুই এখনও জানা যায়নি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত এই সংস্করণে ৯টি ম্যাচ খেলেছেন তিনি। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার একাদশে অবশ্য এমনিতে তার সুযোগ পাওয়ার তেমন সম্ভাবনা আগেই থেকেই নেই, যদি না মূল উইকেটকিপার ম্যাথু ওয়েড চোট পান অথবা কনকাশন বদলির দরকার পড়ে। ইংলিসের চোট গুরুতর হলে আইসিসির অনুমোদন সাপেক্ষে ১৫ সদস্যের দলে তার বদলি নিতে পারবে অস্ট্রেলিয়া। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ছিলেন ইংলিস। এবারের আসরের ‘প্রস্তুতিপর্বে’ কেবল তিনটি ম্যাচে খেলেছেন তিনি; ভারত সফরে দুটি এবং গত সোমবার ওই দলের বিপক্ষে টুর্নামেন্টের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি; রান করেছেন ১৪১.০২ গড়ে। ওয়েড অবসর নিলে তার উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে ২৭ বছর বয়সি এই ক্রিকেটারকে। এবারের বিশ্বকাপ ঘিরে গলফ খেলতে গিয়ে কোনো ক্রিকেটারের বিপাকে পড়ার ঘটনা এই প্রথম নয়। ইংল্যান্ড যেদিন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে, সেদিনই গলফ খেলতে গিয়ে বেকায়দায় পিছলে পড়ে অ্যাঙ্কেলে মারাত্মক আঘাত পান অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাতে বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তিনি।