ক্রীড়া ডেস্ক : সাইড স্ট্রেইনের সঙ্গে লড়াই শেষে দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস। তার সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজের দলে কেন রিচার্ডসন ও অ্যাশটন অ্যাগারকেও রেখেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজটি শুরু আগামী রোববার। প্রথম টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসত্রয়ী মিচেল স্টার্ক, জশ হেইজেলউড ও প্যাট কামিন্সকে। ওই ম্যাচের দলে আরও রাখা হয়নি লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে খেলাচ্ছে অস্ট্রেলিয়া। এই পাঁচজনই আছেন পরের দুই ম্যাচের দলে। ক্যামেরন গ্রিন ধরে রেখেছেন জায়গা। প্রথম ম্যাচের জন্য ডাকা হয়েছে লেগ স্পিনার মিচেল সোয়েপসন ও পেসার ন্যাথান এলিসকে। রিচার্ডসন ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচ খেলা মিচেল মার্শ বৃহস্পতিবার পার্থে যাচ্ছেন। তাই শুক্রবার ব্রিজবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না মার্শের।
অলরাউন্ডার স্টয়নিস চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে শুরুতে থাকলেও শেষ পর্যন্ত ছিটকে যান চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পেরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয় পেসার রিচার্ডসন ও বাঁহাতি স্পিনার অ্যাগারকে। তিনজনকেই ফেরানো হলো ইংলিশদের বিপক্ষে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাকি দুই টি-টোয়েন্টি আগামী ১২ ও ১৪ অক্টোবর, কেনবেরায় । প্রথম টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস, ড্যানিয়েল স্যামস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন, ন্যাথান এলিস, কেন রিচার্ডসন।
শেষ দুই টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জশ ইংলিস, ড্যানিয়েল স্যামস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউড, অ্যাডাম জ্যাম্পা, কেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়া দলে অনেক রদবদল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ