ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভে আটক ২৩৫, আহত ১০ পুলিশ

  • আপডেট সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছেন। আর এই বিক্ষোভ দমনে দেশটির পুলিশ কমপক্ষে ২৩৫ জনকে আটক করেছে।
খবরে বলা হয়েছে, গত শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন। যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ দমন করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখীভাবে টহল দিতে থাকে। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে ২৩৫ জনকে আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে। আজ রবিবার একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানের কথা রয়েছে ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি এবং বায়রন বে-তে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভে আটক ২৩৫, আহত ১০ পুলিশ

আপডেট সময় : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও ভিক্টোরিয়া শহরে লকডাউন বিরোধী বিক্ষোভে শত শত মানুষ অংশ নিয়েছেন। আর এই বিক্ষোভ দমনে দেশটির পুলিশ কমপক্ষে ২৩৫ জনকে আটক করেছে।
খবরে বলা হয়েছে, গত শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে প্রায় এক হাজার বিক্ষোভকারী মেলবোর্ন শহরের রিচমন্ড এলাকায় জড়ো হন। যাদের বেশির ভাগেরই মুখে মাস্ক ছিল না। বিক্ষোভ মোকাবেলার জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভ দমন করার জন্য পুলিশ রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয় এবং অনেকটা মারমুখীভাবে টহল দিতে থাকে। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে ২৩৫ জনকে আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১০ কর্মকর্তা আহত হয়েছেন। যাদের ছয়জনকে হাসপাতালে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে বোতল এবং পাথর ছুঁড়ে মারে। আজ রবিবার একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠানের কথা রয়েছে ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি এবং বায়রন বে-তে।