ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : এ বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। এ বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তিটির জন্য আগ্রহী শিক্ষার্থীরা ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বৃত্তির সুযোগ–সুবিধাসমূহ
- টিউশন ফির সম্পূর্ণ খরচ।
- বিদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
আবেদনের যোগ্যতা
মোনাশ বিশ্ববিদ্যালয় বৃত্তির জন্য আবেদনকারীকে শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে নি¤œলিখিত বিষয়গুলো পূরণ করতে হবে।
ক্স আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। - মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে।
- মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
বস্তিারতি জানতে যঃঃঢ়ং://িি.িসড়হধংয.বফঁ/ংঃঁফু/ভববং-ংপযড়ষধৎংযরঢ়ং/ংপযড়ষধৎংযরঢ়ং/ভরহফ-ধ-ংপযড়ষধৎংযরঢ়/রহঃবৎহধঃরড়হধষ-ঃঁরঃরড়হ-ংপযড়ষধৎংযরঢ়?ফড়সবংঃরপ=ঃৎঁব#ংপযড়ষধৎংযরঢ়-ফবঃধরষং