ক্রীড়া ডেস্ক: মিচেল মার্শকে নিয়ে দুর্ভাবনা তো আছেই। পার্থে হেরে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার জন্য আরেকটি বড় ধাক্কাও এলো। চোটের কারণে ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে খেলতে পারবেন না জশ হেইজেলউড। সিরিজের পরের সময়টায় অভিজ্ঞ এই ফাস্ট বোলারকে পাওয়া যাবে কি না, সেটা বোঝা যাবে সময়ে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হেইজেলউড। চোট তিনি কখন কীভাবে পেয়েছেন, তা জানানো হয়নি। তবে অ্যাডিলেইডে দলের সঙ্গে থেকেই পুনবার্সন চালিয়ে যাবেন ৩৪ বছর বয়সী পেসার।
হেইজেলউড চোটে পড়ায় অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর একসঙ্গে পধচলায় ছেদ পড়তে যাচ্ছে। গত মৌসুমে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সাত টেস্টের সবকটিতে একসঙ্গে খেলেছেন হেইজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। সেই থেকে টানা ১০ টেস্ট একসঙ্গে খেলেছে পেস আক্রমণের এই ‘বিগ থ্রি।’ এবার সাময়িক বিচ্ছেদ হচ্ছে। হেইজেলউডের বদলি হিসেবে একসঙ্গে দুজন পেসারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত হচ্ছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনেই আগে টেস্ট দলে ডাক পেলেও অভিষেক হয়নি কারও। যদিও সব ঠিক থাকলে একাদশে হেইজেলউডের জায়গা নেবেন স্কট বোল্যান্ড। আগে থেকেই বিকল্প পেসার হিসেবে স্কোয়াডে আছেন তিনি। মূল পেসারদের অনুপস্থিতিতে যখনই সুযোগ পেয়েছেন এই পেসার, নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে। ১০ টেস্টে ৩৫ বছর বয়সী পেসারের উকেট ৩৫টি। সবশেষ টেস্ট খেলেছেন তিনি গত বছরের জুলাইয়ে অ্যাশেজে। বিকল্প হিসেবে বোল্যান্ড যথেষ্টই ভালো। তবে হেইজেলউডকে হারানো অস্ট্রেলিয়ার সম্ভাবনায় বড় আঘাত। এমনিতেই পার্থ টেস্টে ২৯৫ রানে হেরে সিরিজে পিছিয়ে থাকার পাশাপাশি প্রবল চাপে আছে তারা। ওই টেস্টে দলের সেরা বোলার ছিলেন হেইজেলউডই। প্রথম ইনিংসে চার উইকেট শিকারি বোলার দ্বিতীয় ইনিংসে মাত্র একটি উইকেট নিলেও ২১ ওভারে রান দিয়েছিলেন স্রেফ ২৮। পরের টেস্ট অ্যাডিলেইডে বলেও হেইজেলউডকে মনে পড়বে বেশি ভারত। ভারত সবশেষ যখন অ্যাডিলেইডে খেলেছে, তাদেরকে ৩৬ রানে গুটিয়ে দেওয়ায় বড় ভূমিকা রেখেছিলেন দীর্ঘদেহী এই পেসার (৮ রানে ৫ উইকেট)। ভারতের বিপক্ষে এমনিতেও দারুণ সফল হেইজেলউড। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তিনি পেয়েছেন ভারতীয়দেরই (১৬ টেস্টে ৫৬টি)।
তার বদলে ডাক পাওয়া দুজনই বেশ অভিজ্ঞ ও সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে আছেন। শন অ্যাবট তো সীমিত ওভারের অস্ট্রেলিয়া দলে নিয়মিতই থাকেন। ২৬ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি তিনি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৭ ম্যাচ খেলে তার উইকেট ২৬১টি। শেফিল্ড শিল্ডে এই মৌসুমে দুই ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে ফেলেছেন ৩২ বছর বয়সী পেসার। টেস্ট স্কোয়াডে তিনি নানা সময়েই ছিলেন। তবে স্বপ্নের ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ মাথায় তুলতে পারেননি। শেফিল্ড শিল্ডে এবার তিন ম্যাচে ১১ উইকেট নিয়েছেন ডগেট। তবে নির্বাচকদের দুয়ারে তিনি কড়া নেড়েছেন মূলত ভারত ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে সাত উইকেট নিয়ে। শেফিল্ড শিল্ডে গত মৌসুমে ছয় ম্যাচে তার শিকার ছিল ৩২টি। সব মিলিয়ে ৪০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩০ বছর বয়সী পেসারের উইকেট ১৪২টি। হেইজেলউডের বদলি হিসেবে অবশ্য সবার আগে আসার কথা মাইকেল নিসারের নাম। তবে সম্প্রতি চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন তিনিও। পার্থে হেরে যাওয়া অস্ট্রেলিয়া এমনিতেই দুর্ভাবনায় আছে মিচেল মার্শকে পাওয়া নিয়ে। তার ‘কাভার’ হিসেবে দলে যুক্ত করেছে তারা অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে। অ্যাডিলেইডে দিন-রাতের টেস্ট শুরু আগামী শুক্রবার।