ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা

  • আপডেট সময় : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড় ফিনার আঘাতে অস্ট্রেলিয়ার ডারউইন শহরে উপড়ে পড়া একটি গাছ -ছবি রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফিনা নামের তিন মাত্রার ঘূর্ণিঝড়টি শনিবার রাতে রাজ্যের রাজধানী ডারউনসহ অঞ্চলটিতে আঘাত হানে। এ সময় ওই অঞ্চলজুড়ে ধ্বংসাত্মক ঝড় বয়ে যায়, জানিয়েছে রয়টার্স।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) ডারউইন থেকে দূরে সরে চলে যাওয়ার সময় ঝড়টি দমকা হাওয়া আকারে ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার (১২৭ মাইল/ঘণ্টা) বেগে বইছিল। এর আগে শনিবার রাতে এটি ‘তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড়’ হিসেবে স্থলে উঠে আসে।

ফিনা ডারউইনের প্রায় এক লাখ ৪০ হাজার বাসিন্দার মনে ঘূর্ণিঝড় ট্রেসির বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে। ১৯৭৪ সালে ক্রিসমাসের দিন আঘাত হানা ট্রেসি শহরটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছিল আর মৃত্যু হয়েছিল ৬৬ জনের। এটি অস্ট্রেলিয়ার অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল। নর্দান টেরিটরি রাজ্যের সরকার প্রধান মুখ্যমন্ত্রী লিনা ফিনাচিয়ারো জানিয়েছেন, ফিনার কারণে প্রায় ১৯ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ঝড়ে সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে এবং প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো তলিয়ে গেছে, কিন্তু এতে কেউ আহত হননি।

ডারউইনে এক সংবাদ সম্মেলনে ফিনাচিয়ারো বলেন, এই ঘূর্ণিঝড় এমন একটি অঞ্চল দেখেছে যেটি ঐক্যবদ্ধ ও যা আসছে তার জন্য প্রস্তুত ছিল।

কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় গ্যারিসন শহর ডারউনের বাসিন্দাদের ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইনগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। রাজ্যটির জরুরি পরিষেবার কর্মীরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা শুরু করেছেন। ফিনার পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। রোববার বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানায়, তারা কার্যক্রম আবার শুরু করার জন্য কাজ করছেন। আবহাওয়া ব্যুরোর ভাষ্য অনুযায়ী, তিন মাত্রার ঘূর্ণিঝড় সর্বোচ্চ বিপজ্জনক মাত্রার দুই স্তর নিচে। এ ধরনের ঘূর্ণিঝড়ে সাধারণত ঘরবাড়ি, গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় অনেকটা শক্তি হারিয়ে প্রতিবেশী কুইন্সল্যান্ডে আঘাত হেনেছিল। ওই সময় ঝড়বৃষ্টির কারণে স্কুলগুলো বন্ধ রাখতে হয়েছিল এবং শত শত মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন।

সানা/ওআ/আপ্র/২৩/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরিতে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎবিহীন বিস্তীর্ণ এলাকা

আপডেট সময় : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি রাজ্যে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফিনা নামের তিন মাত্রার ঘূর্ণিঝড়টি শনিবার রাতে রাজ্যের রাজধানী ডারউনসহ অঞ্চলটিতে আঘাত হানে। এ সময় ওই অঞ্চলজুড়ে ধ্বংসাত্মক ঝড় বয়ে যায়, জানিয়েছে রয়টার্স।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) ডারউইন থেকে দূরে সরে চলে যাওয়ার সময় ঝড়টি দমকা হাওয়া আকারে ঘণ্টায় সর্বোচ্চ ২০৫ কিলোমিটার (১২৭ মাইল/ঘণ্টা) বেগে বইছিল। এর আগে শনিবার রাতে এটি ‘তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড়’ হিসেবে স্থলে উঠে আসে।

ফিনা ডারউইনের প্রায় এক লাখ ৪০ হাজার বাসিন্দার মনে ঘূর্ণিঝড় ট্রেসির বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে আনে। ১৯৭৪ সালে ক্রিসমাসের দিন আঘাত হানা ট্রেসি শহরটিকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছিল আর মৃত্যু হয়েছিল ৬৬ জনের। এটি অস্ট্রেলিয়ার অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ছিল। নর্দান টেরিটরি রাজ্যের সরকার প্রধান মুখ্যমন্ত্রী লিনা ফিনাচিয়ারো জানিয়েছেন, ফিনার কারণে প্রায় ১৯ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ঝড়ে সম্পদের ক্ষয়ক্ষতিও হয়েছে এবং প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো তলিয়ে গেছে, কিন্তু এতে কেউ আহত হননি।

ডারউইনে এক সংবাদ সম্মেলনে ফিনাচিয়ারো বলেন, এই ঘূর্ণিঝড় এমন একটি অঞ্চল দেখেছে যেটি ঐক্যবদ্ধ ও যা আসছে তার জন্য প্রস্তুত ছিল।

কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় গ্যারিসন শহর ডারউনের বাসিন্দাদের ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইনগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। রাজ্যটির জরুরি পরিষেবার কর্মীরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা শুরু করেছেন। ফিনার পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। রোববার বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানায়, তারা কার্যক্রম আবার শুরু করার জন্য কাজ করছেন। আবহাওয়া ব্যুরোর ভাষ্য অনুযায়ী, তিন মাত্রার ঘূর্ণিঝড় সর্বোচ্চ বিপজ্জনক মাত্রার দুই স্তর নিচে। এ ধরনের ঘূর্ণিঝড়ে সাধারণত ঘরবাড়ি, গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়। এর আগে চলতি বছরের মার্চে আরেকটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় অনেকটা শক্তি হারিয়ে প্রতিবেশী কুইন্সল্যান্ডে আঘাত হেনেছিল। ওই সময় ঝড়বৃষ্টির কারণে স্কুলগুলো বন্ধ রাখতে হয়েছিল এবং শত শত মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিলেন।

সানা/ওআ/আপ্র/২৩/১১/২০২৫