ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়ার কোম্পানির সঙ্গে একীভূত হচ্ছে বিপ্রপার্টি

  • আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : অস্ট্রেলিয়ার কোম্পানি ডিজিটাল ক্ল্যাসিফাইডস গ্রুপের (ডিসিজি) সঙ্গে একীভূত হতে যাচ্ছে আবাসন খাতের প্রতিষ্ঠান বিপ্রপার্টি। অনলাইনে নতুন-পুরোনো সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পাশাপাশি ভাড়ায় পরিচালনার ক্ষেত্রে কাজ করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। আর কার্যক্রম শুরুর ছয় বছর পর এসে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে একীভূত হতে যা”েছ প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বিপ্রপার্টি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একীভূত হওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিসর বাড়ানোর পাশাপাশি বিপ্রপার্টির সেবার মান বাড়াতে কাজ করবে অস্ট্রেলিয়ার ডিসিজি কোম্পানিটি। বর্তমানে বিপ্রপার্টিতে প্রায় সাড়ে পাঁচ লাখ প্রপার্টি বা সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে। এদিকে একীভূত-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্দি বলেন, নতুন চুক্তির আওতায় বাংলাদেশে বিপ্রপার্টির প্রসারে কাজ করবে ডিসিজি। পাশাপাশি এশিয়ার বাজারে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে তাঁদের অব¯’ান আরও দৃঢ় করতে পারবে। অন্যদিকে ডিসিজি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ কেয়ার বলেন, এ চুক্তি তাঁর গ্রুপের ব্যবসা প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী, বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি অস্ট্রেলিয়ার ডিসিজির বোর্ডের সঙ্গে যুক্ত হবেন। জানা গেছে, একীভূত কার্যক্রম সম্পন্ন হলে বিপ্রপার্টির বাংলাদেশের ব্যবসার নেতৃত্ব চলে যাবে ডিসিজির হাতে। তাতে ডিসিজি বাংলাদেশসহ পাঁচটি দেশে ২০ কোটি গ্রাহককে সেবা দিতে সক্ষম হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার কোম্পানির সঙ্গে একীভূত হচ্ছে বিপ্রপার্টি

আপডেট সময় : ০১:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩

অর্থনৈতিক প্রতিবেদক : অস্ট্রেলিয়ার কোম্পানি ডিজিটাল ক্ল্যাসিফাইডস গ্রুপের (ডিসিজি) সঙ্গে একীভূত হতে যাচ্ছে আবাসন খাতের প্রতিষ্ঠান বিপ্রপার্টি। অনলাইনে নতুন-পুরোনো সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পাশাপাশি ভাড়ায় পরিচালনার ক্ষেত্রে কাজ করে প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। আর কার্যক্রম শুরুর ছয় বছর পর এসে অস্ট্রেলিয়ার একটি কোম্পানির সঙ্গে একীভূত হতে যা”েছ প্রতিষ্ঠানটি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে বিপ্রপার্টি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একীভূত হওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিসর বাড়ানোর পাশাপাশি বিপ্রপার্টির সেবার মান বাড়াতে কাজ করবে অস্ট্রেলিয়ার ডিসিজি কোম্পানিটি। বর্তমানে বিপ্রপার্টিতে প্রায় সাড়ে পাঁচ লাখ প্রপার্টি বা সম্পত্তি তালিকাভুক্ত রয়েছে। এদিকে একীভূত-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্দি বলেন, নতুন চুক্তির আওতায় বাংলাদেশে বিপ্রপার্টির প্রসারে কাজ করবে ডিসিজি। পাশাপাশি এশিয়ার বাজারে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কোম্পানি হিসেবে তাঁদের অব¯’ান আরও দৃঢ় করতে পারবে। অন্যদিকে ডিসিজি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ কেয়ার বলেন, এ চুক্তি তাঁর গ্রুপের ব্যবসা প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী, বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি অস্ট্রেলিয়ার ডিসিজির বোর্ডের সঙ্গে যুক্ত হবেন। জানা গেছে, একীভূত কার্যক্রম সম্পন্ন হলে বিপ্রপার্টির বাংলাদেশের ব্যবসার নেতৃত্ব চলে যাবে ডিসিজির হাতে। তাতে ডিসিজি বাংলাদেশসহ পাঁচটি দেশে ২০ কোটি গ্রাহককে সেবা দিতে সক্ষম হবে।