বিদেশের খবর ডেস্ক : অবশেষে হারিয়ে যাওয়া ছোট্ট তেজষ্ক্রিয় ক্যাপসুল নিয়ে উদ্বেগের অবসান হল অস্ট্রেলিয়ায়। জরুরি সেবা বিভাগ ক্যাপসুলটি খড়ের গাদায় খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। জানুয়ারির মাঝামাঝিতে একটি খনি থেকে ক্যাপসুলটি সড়কপথে পরিবহনের সময় নিউম্যান এবং পার্থ নগরীর মধ্যেবর্তী কোনও স্থানে হারিয়ে যায়। এই দুই নগরীর দূরত্ব মোটামুটি ১ হাজার ৪০০ কিলোমিটার (৮৭০ মাইল)। এর পরপরই ক্যাপসুলটি ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করে অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ। ক্যাপসুলটিতে খুব অল্প পরিমাণে সিজিয়াম-১৩৭ তেজস্ক্রিয় উপাদান আছে। খনির কাজে ব্যবহার্য এই ক্যাপসুল স্পর্শ করলেও মারাত্মক অসুস্থতা দেখা দিতে পারে বলে জানানো হয়। ক্যাপসুলটি দেখতে কেমন তার একটি ছবিও প্রকাশ করে ডিএফইএস। এর দৈর্ঘ্য ছিল ৮ মিলিমিটার আর ব্যাস মাত্র ৬ মিলিমিটার। সেকারণেই খুঁজে পেতে বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো করে শেষ পর্যন্ত এটির হদিস মিলেছে। একটি সিরিয়াল নাম্বার দেখে ক্যাপসুলটিকে সঠিকভাবে শনাক্ত করা গেছে। এটি এখন সীসার একটি কন্টেইনারে রাখা হবে। খনি কোম্পানি রিও টিনটো ক্যাপসুলটি হারিয়ে ফেলার জন্য ক্ষমা চেয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত বৃহস্পতিবার পার্থ নগরীর একটি নিরাপদ স্থানে ক্যাপসুলটি স্থানান্তরের আগে নিউম্যান শহরের একটি নিরাপদ স্থানে এটি মজুদ করে রাখা হবে। বিশেষ হাতিয়ারে সজ্জিত একটি যান চলাচলের সময় ক্যাপসুলটির তেজস্ক্রিয়তা শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এরপর শনাক্তকরণ যন্ত্র দিয়ে ক্যাপসুলটির অবস্থান শনাক্ত করা হয়। রাস্তার পাশে প্রায় ৭ ফুট দূরত্বে এটির সন্ধান মিলেছে।
অস্ট্রেলিয়ায় উদ্বেগ কাটল; খড়ের গাদায় মিলল তেজষিক্রয়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ