ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

অস্ট্রেলিয়াকে জরিমানা করলো আইসিসি

  • আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীর গতির ওভারের (স্লো ওভার রেট) জন্য অস্ট্রেলিয়া নারী দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গত বুধবার নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হয়েছিল।

ম্যাচ শেষে দেখা গেছে, অস্ট্রেলিয়া দল নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করেছে। সব রকমের সময়ের ছাড় এবং সুযোগ-সুবিধা বিবেচনার পরও এই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তারা। অধিনায়ক আলিসা হিলি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি প্লেয়ার্স কোড অব কনডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, প্রতি স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। দুই ওভারের জন্য শতাংশ জরিমানা হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্লো ওভার রেটের এই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও জানানী নারায়ণন, থার্ড আম্পায়ার লরেন অ্যাজেনবাগ এবং ফোর্থ আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালনের দ্বারা।

প্রথম ওয়ানডে জিতলেও সেই ম্যাচে ভারত ১০২ রানে অস্ট্রেলিয়াকে হারায়। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়াকে জরিমানা করলো আইসিসি

আপডেট সময় : ০৫:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধীর গতির ওভারের (স্লো ওভার রেট) জন্য অস্ট্রেলিয়া নারী দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গত বুধবার নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হয়েছিল।

ম্যাচ শেষে দেখা গেছে, অস্ট্রেলিয়া দল নির্ধারিত সময়ে দুই ওভার কম বল করেছে। সব রকমের সময়ের ছাড় এবং সুযোগ-সুবিধা বিবেচনার পরও এই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তারা। অধিনায়ক আলিসা হিলি দোষ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসি প্লেয়ার্স কোড অব কনডাক্টের ধারা ২.২২ অনুযায়ী, প্রতি স্লো ওভার রেটের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। দুই ওভারের জন্য শতাংশ জরিমানা হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্লো ওভার রেটের এই অভিযোগ এনেছেন মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও জানানী নারায়ণন, থার্ড আম্পায়ার লরেন অ্যাজেনবাগ এবং ফোর্থ আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালনের দ্বারা।

প্রথম ওয়ানডে জিতলেও সেই ম্যাচে ভারত ১০২ রানে অস্ট্রেলিয়াকে হারায়। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

ওআ/আপ্র/১৯/০৯/২০২৫