বিনোদন ডেস্ক : এবারের অস্কার আসরের অন্যতম উপস্থাপক অ্যামি শুমার বিশ্বের ঘটনাবলী থেকে বিচ্ছিন্ন নন; ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন আর মানবিক সঙ্কট নিয়ে তিনিও উদ্বিগ্ন । এমনকি অস্কারের আসরে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতি কীভাবে নিশ্চিত করা যায়, সেই চেষ্টাও অ্যামি শুমার করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। ‘লাইফ অ্যান্ড বেথ’- তারকা অ্যামি বেথ শুমার যুক্তরাষ্ট্রের একজন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেত্রী। সম্প্রতি তিনি হলিউডের আরেক তারকা ড্রিউ ব্যারিমোরের অনুষ্ঠানে উপস্থিতি হয়ে ইউক্রেইন প্রসঙ্গ নিয়ে কথা বলেন।
‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে শুমার বলেন, “আমি আসলেই এ প্রস্তাব তুলেছি। আমি চেয়েছি, যদি সম্ভব হয়, স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে ভিডিওকলে প্রেসিডেন্ট জেলেনস্কিকে এবারের আয়োজনে যুক্ত করতে অথবা একটি ভিডিও টেপ প্রস্তুত করতে বা কিছু একটা করে বিষয়টিকে আলোচনায় রাখতে, কারণ এই অস্কারের পুরস্কার তুলে দেওয়া দেখতে কত কত চোখ চেয়ে থাকবে।” শুমারের ভাষায়, অন্তত কিছু বিষয়ে কথা বলার জন্য এই অস্কার আসর ‘খুবই বড় সুযোগ’। “আমি কিছু কৌতুক তৈরি করেছি, যেখানে বর্তমান পরিস্থিতিটা কিছুটা হলেও তুলে ধরা যাবে। আমি আসলে বলতে চাইছি, এত এত খারাপ ঘটনা ঘটছে, যে কেবল কোনো একটিতে মনোযোগ দেওয়া কঠিন।” অ্যামি শুমার স্বাভাবিক ভঙ্গিতেই বলেছেন, কঠিন বিষয়গুলো সামলাতে ভয় পান না তিনি। “আমি তো আর অস্কার প্রযোজনা করছি না। আমার ধারণা, এ ধরনের কাজ করতে গেলে নিশ্চয় চাপ আসবে। হয়ত বলবে- ‘মানুষকে ওসব ভুলে থাকতে দাও, আমরা শুধু এই রাতটুকু উপভোগ করতে চাই’। তবে বিষয়টা হল, এ আয়োজনের অনেক অনেক চোখ ও কানও রয়েছে।” আগামী ২৭ মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসর উপস্থাপনা করতে যাচ্ছেন অ্যামি শুমার, সঙ্গে থাকবেন রেজিনা হল ও ওয়ানডা স্কাইস।
অস্কারে প্রেসিডেন্ট জেলেনস্কির উপস্থিতি চান অ্যামি শুমার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ