বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনের মধ্যদিয়ে অস্কারের ৯৫তম আসর হলিউডের ডলবি থিয়েটারে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। খবর ভ্যারাইটির। প্রতিবেদনে বলা হয়েছে, ৯৫তম অস্কারে সাধারণ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য চলচ্চিত্র জমাদানের শেষ তারিখ আগামী ১৫ নভেম্বর। ২১ ডিসেম্বর সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হবে। সংক্ষিপ্ত তালিকা থেকে বাছাই প্রক্রিয়া শেষ হবে ৩১ ডিসেম্বর। এরপর ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে মনোনয়নের ভোট হবে। ২৪ জানুয়ারি মনোনয়ন ঘোষণা হবে। চূড়ান্ত মনোনয়নের ভোট হবে ২ মার্চ থেকে ৭ মার্চের মধ্যে। ২০২২ সালের অস্কার নিয়ে এখনো আলোচনা চলছে।