বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউড অভিনেতা মার্ভেল তারকা উইলিয়াম হার্ট চলে গেলেন ৭২ বছর পূর্ণ করার ঠিক এক সপ্তাহ আগে। ১৯৮০-র দশকের ড্রামা সিরিজ থেকে শুরু করে মার্ভেলের সিনেমায় তারকাখ্যাতি অর্জন করেছিলেন উইলিয়াম হার্ট। কিস অব দ্য স্পাইডার উইমেন সিনেমায় ব্রাজিলের কারাগারে একজন কয়েদীর ভূমিকায় অভিনয় করে ১৯৮৬ সালে অস্কার জেতেন তিনি। হার্টের ছেলে উইল এক বার্তায় বলেন, “তিনি শান্তিতে, পরিবারের সদস্যদের মাঝেই মৃত্যুবরণ করেছেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।” সাম্প্রতিক বছরগুলোতে মার্ভেল ব্লকবাস্টারে জেনারেল থাডেউস ‘থান্ডারবোল্ট’ চরিত্রের জন্য ভক্ত সমর্থকদের কাছে পরিচিত ছিলেন হার্ট। চিলড্রেন অব আ লেসার গড ও ব্রডকাস্ট নিউজ চলচ্চিত্রের জন্যও তিনি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। হার্ট তার অভিনয় জীবন শুরু করেন ১৯৭০ এর দশকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। অলটারড স্টেটস-এ একজন মগ্ন বিজ্ঞানীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পা রাখেন রূপালি পর্দায়। উইলিয়াম হার্টের মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা।